দোল পূর্ণিমার শুভেচ্ছা | Suvo Dol Purnima

দোল পূর্ণিমার শুভেচ্ছা Suvo Dol Purnima – উৎসবে আনন্দে খুশিতে রঙিন বাঙালির অন্যতম উৎসব দোল পূর্ণিমা, এই উৎসব বাঙালি তথা গোটা ভারত বর্ষের মানুষ অপেক্ষা করে থাকে। এই উৎসব প্রধানত হিন্দু ধর্মীয় মানুষদের উৎসব।

এই দোল পূর্ণিমা ( dol purnima ) তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে – রাধার ও গোপীদের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন। 
তখন থেকে শ্রীকৃষ্ণ ও রাধার অমর ভালবাসার স্মরণে রং ও একে অপরকে আবির মাখিয়ে দিনটি স্মরণ করা হয়। 

দোল পূর্ণিমা বৈষ্ণবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ – এই দিন শ্রী চৈতন্য মহা প্রভুর জন্মদিন হিসাবে পালন করা হয়। বাঙালি ও ওড়িশার মানুষ মহা ধুমধাম করে পালন করে। 

এছাড়াও হিন্দু  শাস্ত্র মতে – এই দিনে ভক্ত প্রহ্লাদকে হোলিকার হাত থেকে বাঁচিয়ে ছিলেন ভগবান বিষ্ণু। তাই এই দিনটিকে অশুভ শক্তি নাশ ও শুভ শক্তি সূচনা হিসাবেও এই দিনটি পালন করা হয়।

হিন্দু ধর্ম মতে বিশ্বাস করা হয়। এই দিনে যেকোনো কারণেই হোক – বাড়িতে পুজো করলে। গৃহস্থের সুমঙ্গল প্রাপ্ত হয়। এই কারনে হোলি বা দোল পূর্ণিমায় সব বাড়িতেই পূজা করা হয়। 

শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা ও ছবি | Dol Purnima Wishes

সবাইকে জানাই
শুভ দোল পূর্ণিমার, আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা।
সবার খুব ভালো কাটুক ২০২৩ দোল পূর্ণিমার দিনটা।

দোল পূর্ণিমার শুভেচ্ছা, Suvo Dol Purnima, শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা ও ছবি, Dol Purnima Wishes, Happy Holi Wishes in Bengali, দোলযাত্রার শুভেচ্ছা বার্তা
দোলযাত্রার শুভেচ্ছা বার্তা

আজ বসন্ত উৎসবের দিনে, 
বসন্তের আকাশের মতো,
রঙিন হয়ে উঠুক আমাদের বন্ধুত্ব
আজকের এই হোলির দিনে অনেক অনেক শুভেচ্ছা,
ভালো থেকো ভালো রেখো বন্ধু – সবাইকে। – dol purnima 2023

এই শুভ হোলির দিনটাতে, 
আপনার যেন – সুস্বাস্থ্য, সম্পদ, দীর্ঘজীবী, সুখ ও  শান্তিতে 
এবং আনন্দে ভরে উঠুক, বাকি সারাটা জীবন। – suvo dol purnima

আজ এই উৎসবের দিনে,
রাঙা আকাশের রঙের মতো –
রঙ্গিন হয়ে উঠুক,আমাদের বন্ধুত্ব,
সবাইকে জানাই দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। 
— শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা 

এই হোলির দিনে
সব মানুষ তার প্রিয়জনের হাত থেকে,
রং মাখার সৌভাগ্য থাকে না।
শুভ দোলযাত্রার শুভেচ্ছা

Dol purnima 2023 wishes in bengali

এই রঙের উৎসব সবার ভালো কাটুক
রাঙা হাসি রাশি রাশি, অশোকে পলাশে,
রাঙা নেশা মেঘে মেশা, প্রভাতের আকাশে।
–শুভ দোল পূর্ণিমা 

ফিরে এলো ফাগুন বেলা,
মনে শুধু রঙের খেলা। 
আবিরের রঙে রাঙাবো তোমায়,
জীবনে লাগবে রঙের ছোঁয়া। – শুভ দোলযাত্রা ২০২৩

এই রঙের উৎসব 
তোমার জীবনকে রঙিন করে তুলুক।
রং ই হলো জীবন, 
রং ই হলো মানুষের প্রেম।
— দোলের অনেক অনেক শুভেচ্ছা

আজ বসন্ত উৎসব
শুভেচ্ছা বার্তা, পৌঁছে গেছে ঘরে ঘরে,
আজ সব দুঃখ অভিমান ভুলে।
রঙের উৎসবে – রঙিন হয়ে উঠুক সবার জীবন, 
চলো আজ সবাই মিলে…
হাতে হাত ধরে, আবির মাখিয়ে স্মৃতিটা অমর করি। – শুভ দোল পূর্ণিমা

Happy Holi Wishes in Bengali | দোলযাত্রার শুভেচ্ছা বার্তা

সবার জীবন ভালোবাসা, আনন্দ, সুখ, শান্তি, 
উন্নতি, খুশি ও রঙের উৎসবে ভরে উঠুক।
— শুভ দোল পূর্ণিমা

দোল পূর্ণিমার শুভেচ্ছা, Suvo Dol Purnima, শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা ও ছবি, Dol Purnima Wishes, Happy Holi Wishes in Bengali, দোলযাত্রার শুভেচ্ছা বার্তা
Happy Holi Wishes

রঙে রঙে রঙিন হোক, সবার জীবন।
আনন্দ উচ্ছ্বাসে ভরে উঠুক, সবার জীবন।
সকল বন্ধুদের জানাই, দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা।

দোল উৎসবের অনেক শুভেচ্ছা
রঙের উৎসবে রঙ মেখে, সমস্ত কিছু ভুলে
তোমার জীবন হয়ে উঠুক, রামধনুর রঙের মতো। 
— শুভ দোল উৎসব

রঙে রঙে – রঙিন হয়ে উঠুক, তোমার  জীবন। 
এই দোল পূর্ণিমায়  সুখ স্বাচ্ছন্দে ভরে উঠুক তোমার জীবন। 
দোল পূর্ণিমার শুভেচ্ছা

আজ এই হোলির দিনে, 
মন থেকে সমস্ত নেতিবাচক দূর হোক।
ইতিবাচক আসুক সবার জীবনে। – দোল পূর্ণিমার শুভেচ্ছা

রঙের মেলায় খুঁজে নাও, নিজের মনের রঙকে নতুন করে। 
সব হিংসা-বিদ্বেষ হানাহানি দূর হোক,
ভালোবাসায় ভরে উঠুক সবার মন। – subho dol purnima

প্রতিটা দিন 
হোলির রং এর মত ভরিয়ে দিন।
আর জীবনে যত স্বপ্ন আছে, তাঁর জন্য এগিয়ে যান। 
— সবাইকে হ্যাপি হোলি

দোল পূর্ণিমা কবে 2023 বাংলা (Dol Purnima 2023 Bengali Date)

দোল পূর্ণিমার সময়  (Dol Purnima 2023 Timing) – ৬ মার্চ অপঃ ৪/ ১৮/ ৪৭ মিনিট থেকে ৭ মার্চ সন্ধ্যা ৬/ ০/ ৪০ মিনিট পর্যন্ত এই বছর পূর্ণিমা থাকবে। 

Dolyatra- Holi 2023 Date (দোল ও হোলির তারিখ)  – এই বছর দোলযাত্রা পড়েছে ৭ মার্চ (বাংলায় ২২ ফাল্গুন)। 
এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয়। হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়। এবছর হোলি পড়েছে ৮ মার্চ।

দোল পূর্ণিমার শুভেচ্ছা এবং দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা গুলি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন।

আপনার ভালোলাগা প্রিয়জনের শেয়ার করুন

1 thought on “দোল পূর্ণিমার শুভেচ্ছা | Suvo Dol Purnima”

  1. Pingback: Happy Holi Wishes In Hindi | Happy Holi Wishes - Disha 365

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top