মেয়েদের জীবনের কষ্ট | Meyeder jiboner koster kotha

মেয়েদের জীবনের কষ্ট, Meyeder jiboner koster kotha – বর্তমান সময়ে বলা হয় মেয়ে ও ছেলে সমান সমান কিন্তু বাস্তবে – মেয়েরা এখনো নির্যাতিত হয় পুরুষদের কাছে। ছেলেদের তুলনায় মেয়েদের আচরণ সহ স্বভাব ও চলাফেরার মধ্যে কিছুটা ব্যতিক্রম রয়েছে।  তারা এখনো স্বাধীন ভাবে চলাফেরা করতে ব্যর্থ। 
বর্তমানেও বিভিন্ন নিয়ম নীতির মধ্য দিয়ে, জীবন যাপন করে থাকেন মেয়েরা।

আজকে মেয়েদের জীবন সম্পর্কে কিছু বাস্তব কথা নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা যারা মেয়েদের সম্পর্কে বাস্তব এই কথাগুলো জানতে চান তাহলে – অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকুন। 

মেয়েদের সম্পর্কে কিছু বাস্তব কথা ছোট ছোট বাক্য তুলে ধরা হয়েছে। 
একটা মেয়ে বিয়ের আগে সংসার জীবন নিয়ে যেমনটা কল্পনা করে, 
বাস্তবে তা খুব কমই আশানুরূপ হয়া বাস্তবতা বড়ই কঠিন !

স্ট্যাটাস মেয়েদের মনের কষ্টের কথা / মেয়েদের জীবনের বাস্তবতা

অপ্রিয় হলেও সত্য এটাই যে – 
একজন স্ত্রীকে সংসারের সব কাজ করার পরেও !
তাকে অনেক কথা শুনতে হয়। 
কিন্তু অন্য দিকে একজন পুরুষকে, 
তার শ্বশুরবাড়ির কেউ কিছু বললে !
সে শ্বশুরবাড়ি যাওয়াই বন্ধ করে দেয়।

মেয়েদের জীবনের কষ্ট, Meyeder jiboner koster kotha, মেয়েদের কষ্টের জীবন, মেয়েদের কষ্টের পিক, মেয়েদের ইমোশনাল পিক, মেয়েদের কষ্টের স্ট্যাটাস পিক
মেয়েদের ইমোশনাল পিক

একটা মেয়ে সবসময় অসহায় !
কখনো তার পরিবারের কাছে, কখনো তার ইচ্ছার কাছে !
কখনো তার স্বপ্নের কাছে, কখনো তার ভালোবাসার কাছে !

একটা মেয়ে – 
তার জীবনের প্রত্যেকটা সময় বেঁচে থাকে অন্যের জন্য।
জন্মের পর বাবা মায়ের জন্য..
বিয়ের পর স্বামীর জন্য..
সন্তান হবার পর সন্তানের জন্য,
আসলে মেয়েদের জীবনে নিজের জন্য
কোনো চাওয়া পাওয়া থাকে না।

মেয়েদের জীবনটা হল – একটা মোমবাতির মতো।
অপরকে আলোকিত করতে গিয়ে, 
নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। 
তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না !

উক্তি কন্যা সন্তান নিয়ে স্ট্যাটাস

কন্যা সন্তান – 
দুটো বংশের মুখ উজ্জ্বল করে,  
যাদের কন্যা সন্তান আছে। 
তারা প্রকৃত ভাগ্যোবান 

কন্যা হল ফুলের মতো। 
যে ঘরে আসে সেই পরিবারে সুগন্ধে ভরে ওঠে, 
জীবনের ক্যানভাস হয় আরও রঙিন।

কন্যাদের হাসতে শেখান। 
কারণ – তাদের হাসিতেই লুকিয়ে আছে, 
অফুরন্ত আনন্দের চাবিকাঠি। – হ্যাপি ডটার্স ডে

কন্যা হল অতীতের আনন্দময় স্মৃতি, 
বর্তমানের সুখের মুহুর্ত, 
আর ভবিষ্যতের আশা এবং প্রতিশ্রুতি। – হ্যাপি ডটার্স ডে

ভাই ফোঁটার জন্য বোন দরকার, 
রাখী বাঁধার জন্য বোন দরকার, 
বিয়ে করার জন্য মেয়ে দরকার, 
রান্না করে খাওয়ানোর জন্য মা দরকার। 
শুধু দরকার নেই – কন্যা সন্তানের 
এটা কেমন নিয়ম ?

Reality life বাস্তব কথা নিয়ে স্ট্যাটাস / মেয়েদের জীবনের কষ্ট

বাবা মায়ের সেই আদরের মেয়েটি – 
আজ সংসার করছে, এক গ্লাস জল ভরে যে খায়নি। 
সে আজ সবাই কে রান্না করে খাওয়াচ্ছে, কপালের টিপটা যে ঠিক করে পড়তে পারত না। 
সে আজ গুছিয়ে সংসার করছে, পার্থক্য শুধু একটাই !
আগে একটু কষ্ট হলেই মায়ের কোলে কাঁদত, 
এখন সে বালিশে মুখ লুকিয়ে নীরবে কাঁদে !

মেয়েদের জীবনের কষ্ট, Meyeder jiboner koster kotha, মেয়েদের কষ্টের জীবন, মেয়েদের কষ্টের পিক, মেয়েদের ইমোশনাল পিক, মেয়েদের কষ্টের স্ট্যাটাস পিক
মেয়েদের কষ্টের জীবন

একটা মেয়েকে শুধু একটা ঘর দাও, সে সংসার করে দেবে। 
শুকনো চাল দাও, খাওয়ার ভাত করে দেবে। 
আর একটু ভালোবাসা দিও, তোমার জীবনটা সুখে ভরিয়ে দেবে। 
একটা মেয়ের থেকে এর থেকে বেশি আরো তুমি কি চাও ?

বাবা মায়ের চোখে হারানো সেই ছোট্ট মেয়েটা, 
আজ সংসার করছে, 
যাকে নিজের বাড়িতে কোনোদিন এক গ্লাস জল ভরে খেতে হয় নি !
সে বাড়ির সব কাজ আজ নিজে সামলাচ্ছে, 
কথায় কথায় মার কোলে মাথা দিয়ে কাঁদা মেয়েটা, 
আজ সহ্য করে শিখে গেছে, এটাই হয়তো জীবন, 
আর এরই নাম সংসার !!!

এক কথায় – মেয়েদের দায়িত্ব শেখাতে হয় না,
নিজে ডিম ভাজি করতে না পারা মেয়েটাও, 
মা অসুস্থ হয়ে পরলে,
পুরো পরিবারের দায়িত্ব নিজে নিতে শিখে।

মেয়েদের জীবনের বাস্তবতা/ মেয়েদের জীবনের কষ্ট

প্রথম নিঃশ্বাসটা শুরু হয় বাবার বাড়িতে – 
আর শেষ নিঃশ্বাসটা ফেলতে হয় স্বামীর বাড়িতে,
কি অদ্ভুত জীবন মেয়েদের !

তুমি নারী,তাই হাপিয়ে গেলেও থামা যাবে না !
👉 কারণ তুমি নারী
মাঝপথে কারো হাত ছাড়া যাবে না
👉 কারণ তুমি নারী
সমাজে কোন নিয়ম ভাঙ্গা যাবে না
👉 কারণ তুমি নারী
কষ্ট হলেও কাজ করতে হবে
👉 কারণ তুমি নারী
নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে
👉 কারণ তুমি নারী

মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ – 
কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। 
হাসতে গেলেও ভাবতে হয়, কাদঁতে গেলেও ভাবতে হয় ৷

বাপের প্রিয় অতিথি –
জন্ম থেকেই বাপের ঘরে। 
প্রিয় রাজকুমারী, সেই মেয়েটাই সুখের খোঁজে ছাড়বে বাপের বাড়ি।
যাদের জন্য দেখল চোখে এই পৃথিবীর আলো, 
তাদের ছেড়েই রাজকুমারী থাকে অতি ভালো।

সারা জীবন মেয়ে থাকে বাবার রাজকুমারী, 
সেই মেয়েটাই একদিন হবে বাপের,প্রিয় অতিথি।
ইচ্ছে হলেও দেখতে পায় না নিজের বাবাটাকে, 
চোখের দেখা দেখতে হলেও পরের অনুমতি লাগে।

যে বাড়িতে জন্ম হল –
গড়ল সুখের জীবন !
সেই বাড়িতেই বেড়াতে যায় দু-চারদিনের কারণ।
এটাই হলো বাস্তবতা মেয়েদের জীবন !

মেয়েদের জীবনের কষ্টের কথা / মেয়েদের জীবনের বাস্তবতা

মেয়েদের জীবন – 
বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর !
যদি সংসার ভেঙ্গে যায় কী করবি বল তোর ভাগ্যই খারাপ। 
 নিজের পছন্দমত বিয়ে করার পর !
সংসার ভাঙলে নিজে বেশি বুঝে গেছিল, ঠিক হয়েছে। 
আমাদের সমাজটা এরকমই। 
তাই নিজের মত করে বাঁচো। 
সমাজ তোমার চোখের জলের ভাগ নেবেনা কোনও দিনই ।

বাবা বলতেন…
আমার মেয়ের হাসির শব্দে আমার বাড়িটা ঝলমল করে ওঠে !
আজ শ্বশুর বলেন…
কথায় কথায় এতো হাসবে না লোকে কি বলবে ?

বিয়ের পর নিজের বাড়িও বাপের বাড়ি হয়ে যায়, 
নেইগো কোনো অধিকার !
স্বামীর বাড়িও নিজের বাড়ি নয়, হয়ে যায় শ্বশুর বাড়ি !
নেইগো কোনো অধিকার !
‘মেয়ে’ তুই একটা ভুল কর, শাসনের দিক দিয়ে সবাই এগিয়ে আসবে,
দেবে না কেউ তোমার অধিকার ! – মেয়েদের কষ্টের জীবন

মেয়েদের জীবনের কষ্ট, Meyeder jiboner koster kotha, মেয়েদের কষ্টের জীবন, মেয়েদের কষ্টের পিক, মেয়েদের ইমোশনাল পিক, মেয়েদের কষ্টের স্ট্যাটাস পিক
বিয়ের পর মেয়েদের জীবন

প্রতিটা মেয়েকে তার সংসারে টিকে থাকার জন্য – 
প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয়, 
না হয় পরিবারের সাথে, না হয় নিজের সাথে !
আর প্রতিটা যুদ্ধ তাকে বুঝিয়ে দেয় ‘মেনে নাও’, ‘মানিয়ে নাও”
এভাবে মেনে নিতে নিতে –
এক সময় সে নিজেই টিকে যায়, শুধু টিকে যাওয়ার আড়ালে !
তার ভাঙা গড়া গল্পটা কারোর জানা হয়ে ওঠেনা।

নারীর বুক ভাঙ্গা বোবা কান্নার শুরু হয়, 
বিয়ে নামে এই সম্পর্কের মধ্য দিয়ে, 
যার সমাপ্তি ঘটে নিজের মৃত্যুর মধ্যে দিয়ে।

নিজের প্রিয়জনদের ছেড়ে আসা, 
স্বামী ও শশুড়বাড়ির লোকজনের অভিযোগের পাহাড় বওয়া, 
সন্তানদের জন্য নিজের জীবন বাজি রাখা,
আর পরিশেষে তার উপাধি, 
সারাদিন কি করো তুমি ? -মেয়েদের কষ্টের জীবন

জীবন সম্পর্কে কিছু কথা / স্ট্যাটাস মেয়েদের মনের কষ্টের কথা

কাকে নিজের কষ্টের কথা বলবেন ?
স্বামী কে ? সে বলবে, পরে শুনবো।
সন্তান কে ?

তারা বলবে, ব্যস্ত আছি ৷
বাবা মা কে – তারা বলবে, সহ্য করো ৷
আত্মীয় দের ? তারা বলবে, দোষটা তোরই।
বন্ধু দের -তারা বলবে, বাদ দে ৷
সমাজ কে – তারা বলবে, মুখ বন্ধ রাখো। 
সত্যি ই বোঝার লোকের বড়ই অভাব !!! – মেয়েদের জীবনের বাস্তবতা

ছেলেরা শ্বশুরবাড়িতে গিয়ে – 
দুদিনও ঠিকমতো থাকতে পারে না। 
কিন্তু মেয়েরা বাবা-মা, ভাই-বোন,


সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে –
সারাজীবন কাটিয়ে দেয়। 
সত্যিই মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুদ !! – মেয়েদের জীবনের কষ্ট

আমরা বিয়ের পর শ্বশুর বাড়ি এসে, 
শ্বশুর বাড়িকে আমরা নিজের বাড়ি মনে করি !
কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা, 
আমাদের পরের বাড়ির মেয়েই মনে করে।

লোকে বলে মেয়েদের নিজের কোন বাড়ি হয় না, কিন্তু সত্যি কথা হলো, তাদের ছাড়া কোন বাড়িই সম্পূর্ণ হয় না।

মেয়েরা বেশির ভাগ সময়ে কাদে – 
কখনো কারণে তো কখনো অকারণে।  
কখনো নিজের জন্য 
তো কখনো প্রিয় মানুষগুলোর জন্য 
আবার কখনো নিজের আসল বাড়িটা, খুঁজে না পাওয়ার জন্য !! -মেয়েদের জীবনের বাস্তবতা

মেয়েদের জীবনে – 
স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো; 
ভালো হলে তো ভালোই, আর ভেজাল হলে জীবন শেষ।

মেয়েদের কষ্টের কিছু কথা

সংসারে অভাব মেনে নেওয়া যায়। 
কিন্তু জীবনসঙ্গীর অবহেলা, 
অনাদর ও দুর্ব্যবহার মেনে নেওয়া যায় না।

Read More – কিছু বাস্তব সত্য কথা

মেয়েরা চাকরি না করলে, আরামে খেয়ে মোটা হচ্ছে। 
চাকরি করে রাতে বাড়ি ফিরলে,দুশ্চরিত্রা। 
প্রেম না করলে,অহংকারী 


প্রেম করলে,পাড়ার লোকের শত কথা। 
প্রতিবাদ না করলে – নিশ্চয় মেয়েটার দোষ ছিলো। 


প্রতিবাদ করে আইনি পদক্ষেপ নিলে, 
মেয়েরা টাকার জোরে মিথ্যে মামলা করে !
মেয়েরা তবে কোথায় যাবে ?

মেয়েদের জীবন নিয়ে কিছু কথা / Heart Touching Motivational Quotes in Bangla 

পাগলী টাইপের মেয়েদের বৈশিষ্ট্য ‘- 
 👉 অল্পতেই মাথা গরম !
এরা খুব ঘুম পছন্দ করে,
 

👉 অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। 
এরা মুখের উপর সত্যি কথা বলার সাহস রাখে,
এরা রাগের মাথায় উল্টোপাল্টা বলে ফেলে –
 👉 এরা অল্পতেই কেঁদে ফেলে,
এরা প্রকৃত ভালোবাসতে জানে।

eyeder jiboner koster kotha, মেয়েদের কষ্টের জীবন, মেয়েদের কষ্টের পিক, মেয়েদের ইমোশনাল পিক, মেয়েদের কষ্টের স্ট্যাটাস পিক
মেয়েদের কষ্টের স্ট্যাটাস পিক

কন্যা সন্তান পেতে গেলে, 
ভাগ্য করে জন্মাতে হয় !
কারণ কন্যা সন্তান ঈশ্বরের দান !
যা সবার হয় না !

পুরুষ হল পরিবারের মাথা 
আর নারী হল তার মেরুদন্ড 
মেরুদন্ড ছাড়া মাথা কখনোই সোজা থাকে না। 
তাই নারীদের সম্মান করো !

Read More – নারী দিবসের স্ট্যাটাস | মেয়েদের জীবন

মেয়েদের জীবনের কষ্টের কথা, মেয়েদের জীবনের কষ্ট, মেয়েদের কষ্টের জীবনের কথা বাস্তবে ভালো লাগলে।

আপনার প্রিয় মানুষের কাছে সারের করুন। 
আর আপনার ভালো লাগা বা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।

আপনার ভালোলাগা প্রিয়জনের শেয়ার করুন

33 thoughts on “মেয়েদের জীবনের কষ্ট | Meyeder jiboner koster kotha”

  1. Hello Neat post Theres an issue together with your site in internet explorer would check this IE still is the marketplace chief and a large element of other folks will leave out your magnificent writing due to this problem

  2. I simply could not go away your web site prior to suggesting that I really enjoyed the standard info a person supply on your guests Is going to be back incessantly to investigate crosscheck new posts

  3. I loved as much as youll receive carried out right here The sketch is tasteful your authored material stylish nonetheless you command get bought an nervousness over that you wish be delivering the following unwell unquestionably come more formerly again since exactly the same nearly a lot often inside case you shield this hike

  4. Simply desire to say your article is as surprising The clearness in your post is simply excellent and i could assume you are an expert on this subject Fine with your permission let me to grab your feed to keep up to date with forthcoming post Thanks a million and please carry on the gratifying work

  5. of course like your website but you have to check the spelling on several of your posts A number of them are rife with spelling issues and I in finding it very troublesome to inform the reality on the other hand I will certainly come back again

  6. This can be annoying when your relationships are disrupted and her phone cannot be tracked. Now you can easily perform this activity with the help of a spy app. These monitoring applications are very effective and reliable and can determine whether your wife is cheating you.

  7. Hi my family member I want to say that this post is awesome nice written and come with approximately all significant infos I would like to peer extra posts like this

  8. Monitor phone from anywhere and see what’s happening on target phone. You will be able to monitor and store call logs, messages, social activities , images , videos, whatsapp and more. Real-time monitoring of phones, No technical knowledge is required, no root is required.

  9. I do believe all the ideas youve presented for your post They are really convincing and will certainly work Nonetheless the posts are too short for novices May just you please lengthen them a little from subsequent time Thanks for the post

  10. I was recommended this website by my cousin I am not sure whether this post is written by him as nobody else know such detailed about my difficulty You are wonderful Thanks

  11. Magnificent beat I would like to apprentice while you amend your site how can i subscribe for a blog web site The account helped me a acceptable deal I had been a little bit acquainted of this your broadcast offered bright clear idea

  12. Its like you read my mind You appear to know so much about this like you wrote the book in it or something I think that you can do with a few pics to drive the message home a little bit but other than that this is fantastic blog A great read Ill certainly be back

  13. Wonderful beat I wish to apprentice while you amend your web site how could i subscribe for a blog web site The account aided me a acceptable deal I had been a little bit acquainted of this your broadcast provided bright clear idea

  14. I have been surfing online more than 3 hours today yet I never found any interesting article like yours It is pretty worth enough for me In my opinion if all web owners and bloggers made good content as you did the web will be much more useful than ever before

  15. Normally I do not read article on blogs however I would like to say that this writeup very forced me to try and do so Your writing style has been amazed me Thanks quite great post

  16. I was recommended this website by my cousin I am not sure whether this post is written by him as nobody else know such detailed about my trouble You are amazing Thanks

  17. Nice blog here Also your site loads up fast What host are you using Can I get your affiliate link to your host I wish my web site loaded up as quickly as yours lol

  18. Your blog is a testament to your expertise and dedication to your craft. I’m constantly impressed by the depth of your knowledge and the clarity of your explanations. Keep up the amazing work!

  19. What i dont understood is in reality how youre now not really a lot more smartlyfavored than you might be now Youre very intelligent You understand therefore significantly in terms of this topic produced me personally believe it from a lot of numerous angles Its like women and men are not interested except it is one thing to accomplish with Woman gaga Your own stuffs outstanding Always care for it up

  20. Nice blog here Also your site loads up fast What host are you using Can I get your affiliate link to your host I wish my web site loaded up as quickly as yours lol

  21. Hi! I could have sworn I’ve been to this website before but after browsing through some of the post I realized it’s new to me. Anyways, I’m definitely delighted I found it and I’ll be book-marking and checking back frequently!

  22. I’ll right away clutch your rss feed as I can’t to find your e-mail subscription hyperlink or e-newsletter service. Do you’ve any? Please permit me understand in order that I may subscribe. Thanks.

  23. Oh my goodness! a tremendous article dude. Thank you Nevertheless I am experiencing concern with ur rss . Don’t know why Unable to subscribe to it. Is there anybody getting identical rss downside? Anyone who knows kindly respond. Thnkx

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top