বাঙালির উৎসব
উৎসব এর মানে কি ?
বাঙালির উৎসব – উৎসব এর মানে আনন্দপূর্ণ বা জাঁকজমকপূর্ণ সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানকে বলে।
অথবা উৎসব বলতে ঐতিহ্যগত সামাজিক, ধর্মীয় প্রেক্ষাপটে সবাই মিলে একসাথে আনন্দে পালিত অনুষ্ঠানকে উৎসব বলে।
এই উৎসব জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষ আনন্দে মেতে ওঠে।
বাংলার উৎসব প্রবন্ধ রচনা | Banglar Utsab Rachana
বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় উৎসব হল দুর্গাপূজা,
এই পূজার সময় সমস্ত লোক রাস্তায় বেরিয়ে আসে এবং এই চার দিন উৎসব উদযাপন করে।
এই দূর্গা পূজা শুধু পশ্চিমবঙ্গের বাঙালি নয়, দেশ বিদেশেও দুর্গাপূজা হয়ে থাকে।
এছাড়াও বিভিন্ন উৎসব পশ্চিমবঙ্গে পালিত হয়।
অন্যান্য বাঙালির উৎসব হল – কালী পূজা, বসন্ত পঞ্চমী, বিজয়া দশমী, ভাই ফোটা,
হোলি, মহাবীর জয়ন্তী, বুদ্ধ জয়ন্তী, রথযাত্রা এবং বড়দিন। এই সমস্ত অনুষ্ঠান ধুমধাম সাথে পালন করা হয়।
Bengal Kali Puja
কালী পূজা – বা শ্যামাপূজা ভারতীয় উৎসব, প্রধানত বাঙালি হিন্দুদের উৎসব। আর এই উৎসব উপলক্ষে প্রবল উৎসাহ উদ্দীপনা সাথে পালন করা হয়।
দেবী কালীর পূজাকে কেন্দ্র করে সার্বজনীন উৎসব হিসাবেপালন করা হয়।
বাংলায় কালীপূজা গৃহে বা মন্দিরে প্রতিষ্ঠিত কালী প্রতিমার নিত্যপূজা হয়ে থাকে।
দোলযাত্রা-হোলি উৎসব
হোলি উৎসব – এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব।
দোলযাত্রা একটি সনাতনহিন্দু বৈষ্ণব উৎসব। এই উৎসব শুধু পশ্চিমবঙ্গেই পালন করা হয় না।
পশ্চিমবঙ্গে তথা গোটা দেশে পালিত হোলি, এই উৎসবটির সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্ক রয়েছে।
হোলি উৎসবের উদ্ভব হয়েছিল – ভারতীয় উপমহাদেশে। বর্তমানেও ভারতীয় উপমহাদেশে বেশি উদযাপন করা হয়।
তবে বর্তমানে দক্ষিণ এশীয় প্রবাসীদের মাধ্যমে, এশিয়া তথা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে।
সবাইকে জানাই
শুভ দোল পূর্ণিমার, আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা।
এই রঙের উৎসব
তোমার জীবনকে রঙিন করে তুলুক।
রং ই হলো জীবন,
রং ই হলো মানুষের প্রেম।
— দোলের অনেক অনেক শুভেচ্ছা
দোল পূর্ণিমার শুভেচ্ছা | Suvo Dol Purnima – এই দিনে ভক্ত প্রহ্লাদকে হোলিকার হাত থেকে বাঁচিয়ে ছিলেন ভগবান বিষ্ণু। তাই এই দিনটিকে অশুভ শক্তি নাশ ও শুভ শক্তি সূচনা হিসাবেও এই দিনটি পালন করা হয়।
আপনার ভালোলাগা প্রিয়জনের শেয়ার করুন
দোল পূর্ণিমার শুভেচ্ছা | Suvo Dol Purnima Read More »