চাণক্য নীতি বাণী
Chanakya Niti Bani
চাণক্য নীতি বাণী – পাণ্ডিত চাণক্যকে ভারতে মেকিয়াভেলি বলা হয়। প্রাচীন তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও রাষ্ট্রনীতির অধ্যাপক ছিলেন।
চাণক্য পরবর্তীকালে মৌর্য্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য্যের উত্থানে প্রধান ভূমিকা পালন করেন।
চাণক্যের এই শ্লোকগুলো আজকের জীবনে খুব গ্রহণযোগ্য ও কার্যকর।
Chanakya Niti Bengali Quotes – চাণক্য নীতি, শ্লোক ও উক্তির মধ্যে প্রত্যেক বিষয়ের মধ্যে শিক্ষার গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তাই আজকে চাণক্য নীতি কথা বাংলায় ৫০ টি সেরা চাণক্য নীতি তুলে ধরা হয়েছে। আশা করি ছোট ছোট চাণক্য নীতি বাক্যগুলি ভালো লাগবে ও উপকারে আসবে।
সেরা চাণক্য নীতি সমূহ
সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলোনা..
যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে..! – চাণক্য নীতি বাণী
গুরু যদি শিষ্যকে একটি অক্ষরও শিক্ষা দেন,
তবে পৃথিবীতে এমন কোনও জিনিস নেই,
যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে।
চাণক্য বলেছেন প্রকৃত বন্ধু সেই –
যে উৎসবে, বিপদে, দুর্ভিক্ষে, শত্রুর সাথে সংগ্রামকালে এবং শ্মশানে যে সঙ্গে থাকে,
সে-ই আপনার প্রকৃত বন্ধু। – চাণক্য
বিদ্যার চেয়ে বড় বন্ধু নেই, রোগ বা ব্যাধির চেয়ে শত্রু নেই।
সন্তানের চেয়ে স্নেহপাত্র নেই আর দৈবের চেয়ে বড় কোনো বল নেই।
যদি একটি সাপ বিষাক্ত নাও হয়।
তবুও এমন ভান করা উচিত –
যেন তার মতো বিষাক্ত সাপ আর কেউ নেই।
সিংহের কাছ থেকে একটি দুর্দান্ত জিনিস শেখা যায়।
যে মানুষ যা কিছু করতে চায়,
তা তার দ্বারা আন্তরিকভাবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে করা উচিত।
সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যর মতো;
সময় মানুষকে অনেক কিছু শেখায়
আর মানুষ সময়ের কাছ থেকে – অনেক কিছু শেখে।
যার জ্ঞান বইয়ের মধ্যে সীমাবদ্ধ
এবং যার সম্পদ অন্যের দখলে।
যখন সেগুলির প্রয়োজন দেখা দেয় –
তখন সে তার জ্ঞান বা সম্পদকে ব্যবহার করতে পারে না।