Funny Jokes In Bengali, ছোট মজার জোকস – ফানি স্ট্যাটাস বাংলা লেখা আর্টিকেল খুঁজছেন। তাহলে এই আর্টিকেলে আপনাকে স্বাগতম। আর যদি আপনি সোসাল মিডিয়ায় পোস্ট করার জন্য বা নতুন মজার জোকস 2023, রোমান্টিক হাসির জোকস, চরম হাসির জোকস, রোমান্টিক হাসির জোকস
সেরা হাসির স্ট্যাটাস ফানি জোকস , Best Bangla Funny Jokes, শিক্ষামূলক জোকস, ছোট জোকস, হট জোকস, নোংরা জোকস, মজার জোকস স্ট্যাটাস, কাউকে মেসেজ পাঠানোর জন্য খুঁজছেন ? তাহলে আপনি সঠিক জাগায় পৌঁছেছেন আর এই পোস্টটি আপনার জন্যই।
Disclaimer :- এই হাসির জোকস বিভাগের – funny bangla jokes, funny bangla jokes pic, জোকস হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা। কিছু জনপ্রিয় funny jokes bangla 2023 শেয়ার করা হয়েছে। এর উদ্দেশ্য শুধু মাত্র লোকেদের আনন্দ দেওয়া, এর উদ্দেশ্য কাউকে উপহাস বা অবজ্ঞা করা নয়।
রোমান্টিক হাসির জোকস, Bangla Jokes 2023
স্বামী বউয়ের মধ্যে কথোপকথন –
বউঃ এই জামাকাপড় গুলো একটু কেচে দাও তো,
স্বামী উঠে হন হন করে বেড়িয়ে যাচ্ছিল,
স্বামীঃ আমি উকিলের বাড়ি যাচ্ছি, আমার ডিভোর্স চাই।
কিছুক্ষণ পর স্বামী বাড়ি ফিরে এসে, চুপচাপ জামা কাপড় কাচতে বসলো।
বউঃ কি ব্যাপার ? কথা হলো উকিলের সাথে !
স্বামীঃ গিয়ে দেখি উকিল বাসন মাজছে !
হাসপাতালে ভর্তি থাকলে,
আত্মীয়রা গিয়ে জিজ্ঞেস করে…
শরীর কেমন?
আর, বন্ধুরা জিজ্ঞেস করে…
নার্স গুলো কেমন ?

স্ত্রী: এতক্ষণ ধরে ওই কাগজটিতে কী দেখছ তুমি?
স্বামী: কই, কিছু না তো!
স্ত্রী: আরে, এ যে দেখি ডাহা মিথ্যে কথা বলছ।
তুমি প্রায় চার ঘণ্টা ধরে,
আমাদের কাবিননামা এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছটা কী, শুনি?
স্বামী: না, তেমন কিছু নয়।
অনেকক্ষণ ধরে খুঁজেও কেন জানি,
কাবিননামার মেয়াদ উত্তীর্ণের তারিখটা বের করতে পারলাম না।
নতুন মজার জোকস 2023, Funny Jokes In Bengali
ভিক্ষুকঃ মাগো ! দুটো ভিক্ষা দিন, মা।
বাড়ির মালিকঃ বাড়িতে মানুষ নেই, যাও…
ভিক্ষুকঃ আপনি যদি এক মিনিটের জন্য মানুষ হন, তাহলে খুব ভালো হতো। – chorom bangla jokes
বিদেশে বাচ্চারা খেলতে গিয়ে ব্যাথা পেলে, তাদের মা রা দৌড়ে এসে বলে,
Don’t cry, it’s ok baby. তারপর চুম্মা।
আর বাংলাদেশের মায়ে’রা দৌড়ায় এসে বলে ..!
কুত্তার বাচ্চা তোরে ঘুমাইতে কইছিলাম, খেলতে গেলি ক্যান ?
তারপর উরাধুরা মাইর… ধুমধাম…. !😊
পানুদা বিয়ে করবে – পানুদা মেয়ে দেখতে গেছে,
তার বৌদিকে নিয়ে!
বৌদি – কি ঠাকুরপো মেয়ে পছন্দ হয়ছে?
পানুদা – না বৌদি!
বৌদি- কেন কি হয়ছে ?
পানুদা- সবই ঠিক আছে, কিন্তু একটু খাটো।
বৌদি – আরে বোকা –
মোবাইল ছোট হোক আর বড় হোক,
মেমোরি ঢোকানোর জায়গা টা কিন্তু সমান !
কেউ রাতে করে, কেউ কেউ আবার দিনেও করে।
কেউ টানা 30 মিনিট করে, কেউ কেউ আবার 1 ঘন্টাও করে।
আবার কেউ রাতভোর করে,
এভাবেই তো মানুষ মোবাইল চার্জ করে।
যে কোনো কঠিন পরিস্থিতি তে,
ধৈর্য্য রাখতে পারাটা হলো –
অর্ধেক সমস্যার সমাধান।
— সুপ্রভাত
শিক্ষামূলক জোকস, ছোট জোকস
বিয়ের পর বেডরুম থেকে যে গন্ধগুলি পাওয়া যায় …!
প্রথম ৩ বছর পরে :- ফুল, চকলেট, স্ট্রবেরি, পারফিউম
পরের ৩ বছর :- জনসন বেবি পাউডার, লোশন, বেবি অয়েল
১৫ বছর পরে :- Moov, Vicks, Jhandu bam
৪০ বছর পর:- মোমবাতি আর ধূপকাঠি 😊
আমাদের ছাত্র জীবনে 3G, 4G, 5G ছিলো না,
ছিলো পিতা-G, মাতা-G, গুরু-G ও মাস্টার-G
তাদের এক থাপ্পড়েই,
আমাদের ফুল নেটওয়ার্ক চলে আসতো।
ছাত্র বয়সে যখনি কোনো মেয়েকে প্রপোজ করেছি, একটাই উত্তর শুনতাম।
আমার বয় ফ্রেন্ড আছে।
আর এখন বিয়ের জন্য
যেই মেয়েকেই দেখতে যাই।
সেই বলে আমার কোনো বয় ফ্রেন্ড নেই।
জীবনের বড় সমস্যা –
ছাত্র জীবনে প্রেম করা মানে,
অন্যের বউকে পাহারা দেওয়া।
আর লেখাপড়া শেষ করে বিয়ে করা মানে,
অন্যের গার্লফ্রেন্ডকে বিয়ে করা।
ফানি স্ট্যাটাস বাংলা 2023 | Best Bangla Funny Jokes
একটা মেয়ের মোবাইল চুরি করে, চোর দৌড়ে পালিয়ে যাচ্ছে !
আর মেয়ের বাবা চোরের পিছু পিছু ছুটছে!
চোর :- আর দৌড়াতে পারছি না, দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি! আপনার মোবাইল নিয়ে যান !
বাবা :- ও কথা মুখেও আনবি না! এই মোবাইলের জন্য, আমার মেয়ের পড়াশোনা ঠিক মত হয় না !
চোর :- তাহলে আপনে আমার পিছু পিছু দৌড়াচ্ছেন কেনো ?
বাবা :- হেডফোন আর চার্জরটা নিয়ে যা, মোবাইল চার্জ দিবি কী ভাবে ?
চোর :- বেহুশ ….!

নতুন সকাল,নতুন আশা –
তোমাকে জানাই শুভ সকালের শুভেচ্ছা।
— গুড মর্নিং
জীবনের বড় সমস্যা –
ছাত্র জীবনে প্রেম করা মানে,
অন্যের বউকে পাহারা দেওয়া।
আর লেখাপড়া শেষ করে বিয়ে করা মানে,
অন্যের গার্লফ্রেন্ডকে বিয়ে করা। – Funny Jokes In Bengali
ওই ভাই তোকে তোর বউ –
এ ভাবে মারছিলো কেন ?
আর বলিছ না,
আমার বউ দুইটা সিমকার্ড ব্যাবহার করে বলে,
আমি তার নাম wife-1
আর wife -2 দিয়ে সেভ করেছিলাম।
বউ না বুঝে আমারে কি মাইর টা না দিলো।
রাস্তায় Accident হয়ে পড়ে থাকুন,
বাড়িতে কেউ খবর দেবে না।
কিন্তু কোনো ছেলে মেয়ে একসাথে ঘুরুক,
জানবার লোকের অভাব নেই।
চরম হাসির জোকস, রোমান্টিক হাসির জোকস
উপরবালা আশ্চর্য এক সার্কেল বানিয়েছেন !
তেলাপোকা ভয় পায় ইঁদুরকে,
ইঁদুর ভয় পায় বিড়ালকে,
বিড়াল ভয় পায় কুকুরকে
কুকুর ভয় পায় মানুষকে
মানুষ ভয় পায় নারীকে
আর সেই নারীই ভয় পায় – তেলাপোকাকে !
কোনো এক বিয়ে বাড়িতে – বিয়ের সময় মেয়ের বয়ফ্রেন্ড উপস্থিত ছিল।
তাকে দেখে মেয়ের বাবা জিজ্ঞেস করল তুমি কে?
তোমাকে তো ঠিক চিনলাম না !
বয়ফ্রেন্ডঃ আমি সে…
যে সেমিফাইনাল হেরে গিয়ে, আজ ফাইনাল দেখতে এসেছি !
কিছু কিছু মেয়ে চাঁদের মতো,
এদের নিজস্ব কোন আলো নেই,
মেকআপ এর আলোয়
এরা আলোকিত হয়..!
১২৫ বছরের এক বুড়ো মৃত্যুর পর, স্বর্গে পৌঁছালো।
স্বর্গে সুন্দরী অপ্সরাদের নৃত্য দেখে, বুড়ো কেঁদে কেঁদে বললো-
বাবা রামদেবের চক্করে না পড়লে, এতো দেরি করে
এখানে আসতে হতো না।
নতুন মজার জোকস 2023, মজার জোকস স্ট্যাটাস
এক চোর চুরি করে পালাচ্ছিল,
সেই সময় বাড়ির ছোট ছেলের ঘুম ভেঙে গেলে –
সে বলতে লাগল,
হারামি স্কুল ব্যাগটাও নিয়ে যা !
না হলে কিন্তু চিৎকার করবো ! – Funny Jokes In Bengali
প্রেমিকঃ বল তো,ভালবাসার ওজন কত?
প্রেমিকাঃ কত?
প্রেমিকঃ ৮০ কেজি।
প্রেমিকাঃ কিভাবে?
প্রেমিকঃ আরে, ভালবাসতে তো ”দুই মন” লাগে !
এমন একটা বয়সে এসে পৌঁছেছি ..!
দোকান থেকে চানাচুর,চিপস,ডালভাজা কিনলেই,
লোকে সন্দেহ করে….!
বিয়ে করার পর
আর মোবাইল কেনার পর
মানুষের একটাই আফসোস হয় !
ইসস আর দু-দিন অপেক্ষা করলে
এর চেয়ে ভালো মডেল পেতাম !
জীবন সঙ্গী ভালো হলে
প্রতি রাতেই ১৪ই ফেব্রুয়ারি !
আর না হলে প্রতি রাতেই ২৫শে মার্চ। — হট জোকস
- Shikha Mulak Bani Bangla | উপদেশ মূলক কথা উক্তি বাণী স্ট্যাটাস
- Monisider Bikkhato Ukti / ছোট ছোট নিতি বাক্য উক্তি মূল্যবান কথা
- সাফল্য ও ব্যর্থতার পার্থক্য কি? ব্যর্থতা থেকে সফলতার উপায়
- ডাক্তার দিবসের শুভেচ্ছা বার্তা| Happy Doctors Day Quotes In Bengali
- মেয়েদের জীবন নিয়ে উক্তি | নারী দিবসের স্ট্যাটাস
This is my first time pay a quick visit at here and i am really happy to read everthing at one place
Impressive piece! This is really a fantastic piece of writing; we shall be referencing it on our site. As always, your prose is superb.
I do believe all the ideas youve presented for your post They are really convincing and will certainly work Nonetheless the posts are too short for novices May just you please lengthen them a little from subsequent time Thanks for the post
Good post. I certainly love this site. Continue the good work!
Stop by my website; vpn coupon 2024
Ԍгeetings! Ꮩery ᥙsefսl ɑdvice within this artiсle!
Ӏt is the little changes which will make tһe
most important changes. Many thanks foг sharing!
Hi theгe to every one, the contents present at this site aгe really awesome for people experience, well, keeρ uр the nice woгk fellows.
Wondeгful beat ! I wish to apprentice while you amend your web site, how can i
subscribe foг a blog website? The acсount helped
me a acceptabⅼe deal. I had been a little bit acquainted of
this your broadcast offered bright ϲlear
concept
Ꮋi, I read your new stuff daily. Your hᥙmoristic styⅼe is aweѕome, keep it up!