কত বছরে কোন জয়ন্তী

কত বছরে কি জয়ন্তী,কত বছরে কোন জয়ন্তী, কত বছরে কি জয়ন্তী হয়,কত বছর পূর্তিতে কি কি জয়ন্তী হয়। নীলা জয়ন্তী কি ? কত বছরকে কি বলে ? সময়ের এককের নাম কি কত সময়কে কি বলে অভিহিত করা হয়। সময়ের একক গুলো কি কি

কত বছরে কোন জয়ন্তী – জয়ন্তী শব্দের অর্থ – বিশেষ উৎসব বিশেষ অনুষ্ঠান যেমন – রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী। কোন কিছুর ৫০ বছর পূর্তিকে উপলক্ষ্য করে। যে অনুষ্ঠান করা হয় তাকে সুবর্ণ জয়ন্তী (Golden Jubilee) বলা হয়।

আপনার ভালোলাগা প্রিয়জনের শেয়ার করুন