উপদেশ মূলক কথা / জ্ঞানের উপদেশ মূলক কথা – জ্ঞান নিয়ে কিছু অসাধারণ উক্তি, জ্ঞানের কথা জ্ঞানীর কথা। সাজানো হয়েছে, যা আপনার অবশ্যই জানা বা পড়া উচিত। জীবনে চলার পথে কিছু না কিছু ভুল করে থাকি।
আর এই ভুল করা থেকে, বাঁচার জন্য প্রতিনিয়ত শিক্ষামূলক উপদেশ বাণী জানা প্রয়োজন। আর সেই বাধাকে অতিক্রম করার জন্য, প্রয়োজন অনেক ছোট ছোট নীতি বাক্য, উৎসাহ মূলক কথা, ভালোবাসার উপদেশ মূলক উক্তি, ইসলামিক উপদেশ মূলক উক্তি,ভালো কিছু উপদেশ আর এই ধরণের জ্ঞানের উপদেশ মূলক উক্তির –
উপদেশ মূলক উক্তি কথা বাণী স্ট্যাটাস পোস্ট ও কিছু কথা
ব্যর্থ মানুষ দু প্রকার হয় !
এক প্রকার মানুষ হলো – যারা কাজের চিন্তা করে কিন্তু কাজ করে না।
আর দ্বিতীয় প্রকার মানুষ হলো – যারা কাজ করে কিন্তু চিন্তা করে, কাজ করে না।
নম্রতার মাধ্যমে
যা অর্জন করা যায় !
কঠোরতার মাধ্যমে –
তা অর্জন করা যায় না।
আপনি যদি কারো পছন্দ ও অপছন্দের বিষয় গুলো জেনে নিতে পারেন !
এবং তার স্বভাব ও রুচিবোধ বুঝতে পারেন !
তাহলে তার মন জয় করা একদম সহজ হয়ে যাবে।
মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই,
দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই।
যাকে তুমি আপন ভাবো সে হবে পর,
আপন হবে নামাজ, রোজা অন্ধাকার কবর।” – ইসলামিক জ্ঞানের কথা
মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো,
কারণ মৃত্যুর দূত তোমার পিছনেই দাঁড়িয়ে আছে।
তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকে না। – হযরত আলী (রা:)
রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নিবেন না
এবং যখন খুব খুশী থাকবেন।
তখন কোন প্রতিশ্রুতি দিবেন না –
হয়তো পরে এই দুটি কাজের জন্য আপনার ভুগতে হবে,
না হয় চরম মূল্য দিতে হবে।
যদি কখনো মনে অহংকার আসা শুরু করে,
“তাহলে কবরস্থানে ঘুরে এসো”
ওখানো তোমার চেয়ে জ্ঞানী, সুন্দর ও ধনী মানুষ গুলো মাটির মাটির নিচে শুয়ে আছে।
পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফ্টের মতো
লিফ্ট যেকোন সময় বন্ধ হতে পারে কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে ওপরের দিকে নিয়ে যাবে
– স্বামী বিবেকানন্দ
উপদেশ বাণী –
কাউকে যদি ভালবাসো, ভালবেসো চিরদিন,
আর যদি না বাসো, বেসোনা কোন দিন;
অবুজ মন নিয়ে খেলা খেলোনা, কোন নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিয়োনা!
৩টা জিনিস ফিরে আসেনা সময়,কথা,সুযোগ…..
৩টা জিনিস হারানো ঠিক না
শান্তি,আশা,সততা…
৩টা জিনিস এ পতন হয়
অহঙ্কার,মিথ্যা,হিংসা
৩টা জিনিস খুব দামী
ভালবাসা,আত্মবিশ্বাস, বন্ধুত্ব…
প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না।
“ফুলের চাষ করো”
দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে।
ভালবাসার উপদেশ মুলক কথা / Bangla Upodesh Mulok Kotha / জ্ঞানের উপদেশ মূলক নীতি কথা

একটা গাছ যখন মারা যায়,
তখন তার সব গুলো
পাতা ঝরে যায় !
আর একটা মন যখন
ভেঙে যায়,
তখন জীবনের সব আলো নিভে যায় !
যত বেশি ভুল করবে, যত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে,
জীবন পথে ততটাই সফল হবে।
‘বিশ্বাস’ খুব ছোট একটা শব্দ,
এটা পড়তে এক সেকেন্ড সময় লাগে।
ভাবতে কয়েক মিনিট লাগে,
বুঝতে কয়েক দিন লাগে।
আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে।
মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেও না।
কেননা – সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে।
‘মায়া’ আর ‘প্রেম’ এক না।
প্রেমের মধ্যে মায়া আছে।
কিন্তু মায়ার মধ্যে প্রেম নাও থাকতে পারে।
আর তাই, মানুষ মায়া করে কুকুর-বেড়াল পুষে, ওদেরকে ভালোবাসে না।
কারন ভালোবাসা নাও থাকতে পারে।
জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম।
যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন।
তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে
পরীক্ষায় ফেইল করাটা স্বাভাবিক !
পৃথিবীতে বাঁচতে হলে –
অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়।
কিছু কিছু মুহূর্ত আসে !
যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়।
জ্ঞান মূলক কথা / জ্ঞানের কিছু কথা
জ্ঞানের কথা ও গুণীদের কথা গুলো –
মানুষের জীবনে সব সময় – অনেক কিছু শিক্ষা দেয়।
সেই সবচেয়ে ধনী, যার নিজস্ব বলতে কিছু নেই – ফরাসী প্রবাদ।
- সেই জ্ঞানের কোন মুল্য নেই, যেটা বাস্তবে প্রয়োগ করা হয় না ।
- জ্ঞান নিয়ে কখনো অহংকার করতে নেই, কারণ – যিনি আপনাকে জ্ঞান দিয়েছেন, তিনি নিতেও জানেন।
- সুন্দর পোষাক পরিহিত ব্যাক্তি মাত্রই ভদ্রলোক নয়।
Read More – Bengali quotes on life
জীবনের কোন ক্ষেত্রেই ধৈর্য্য চ্যুতি হওয়া ভালো না।
টাকা পয়সাই জীবনের সবকিছু নয়।
শান্তি, সুখ, শ্রদ্ধা, ভালবাসা এগুলোর থেকে বড় আর কিছু নেই।
যে অন্যের মর্যাদা দেয় না !
সে নিজের মর্যাদা বোঝেও না।
বলার আগে শুনে নাও –
প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা কর,
সমালোচনার আগে ধৈর্য্য ধর,
প্রার্থনার আগে ক্ষমা চাও,
ছেড়ে দেয়ার আগে চেষ্টা কর।
অপরের কৃতিত্বের জন্য প্রশংসা করতে শিখুন।
তাদের অর্জনকে হিংসা করতে যাবেন না।
অন্যকে কৃতিত্বকে স্বীকৃতি, যে দিতে পারে !
কেবলই একজন সঠিক ব্যক্তিত্ববান মানুষ।
চুপ থাকা খুব সহজ একটা কাজ।
পারস্পরিক বহু সমস্যার সমাধান শুধু চুপ থাকলেই হয়ে যায়।
কিন্তু মানুষের সবচেয়ে বড় অযোগ্যাতা হচ্ছে !
মানুষ সে মুখ বন্ধ রাখতে পারে না,
অপ্রয়োজনে অনর্গল বকে যায়।
জ্ঞান মূলক মেসেজ, উপদেশ মূলক উক্তি স্ট্যাটাস
মানুষ যখন হাসে –
মন থেকে খুব কম মানুষই হাসে !
কিন্তু যখন কাঁদে মন থেকেই কাঁদে। – বাস্তব সত্য কথা
যদি মানুষকে বাঘ, সিংহের সাথে করা হয় –
তাহলে মানুষ খুশী হয় !
আর জন্তু বললে রাগ হয়।
তাহলে বাঘ, সিংহ কি ?
কাউকে কটু কথা বলবে না।
কারণ সেও কটু প্রতু্ত্তর দিতে পারে।
উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্যেও কষ্টদায়ক হবে।
দন্ডের প্রতিদন্ড তোমাকেও স্পর্শ করবে।
তাই কাউকে কটু কথা বলা থেকে বিরত থাকুন !
পৃথিবী হচ্ছে একটি আয়নার মত,
তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে
প্রতু্ত্তরে ঠিক তেমনটাই ফিরে পাবে।
অন্য ব্যক্তির ব্যক্তিগত বিষয়ে,
হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন।
মনে রাখবেন, আপনার নিজেরও ব্যক্তিগত একটি জীবন আছে !
যেখানে অন্যলোকের হস্তক্ষেপ আপনি পছন্দ করবেন না।
জ্ঞানের উপদেশ মূলক কথা / জ্ঞান নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা
মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই,
দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই।
যাকে তুমি আপন ভাবো, সে হবে পর !
আপন হবে নামাজ, রোজা অন্ধাকার কবর। – ইসলামিক জ্ঞানের কথা
মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো,
কারণ মৃত্যুর দূত তোমার পিছনেই দাঁড়িয়ে আছে।
তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকে না। – হযরত আলী (রা:)
নম্রতার মাধ্যমে
যা অর্জন করা যায় !
কঠোরতার মাধ্যমে –
তা অর্জন করা যায় না।
জ্ঞানের কথা জ্ঞানীর কথা – কোন জিনিসই অতিরিক্ত হওয়া ভাল নয় দুটি জিনিস ছাড়া। এক- জ্ঞান, দুই- ভদ্রতা।

ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিস্কার করা !
আর যারা তাদেরকে ঘৃণা করে,
তাদের কাজ হলো নোংরা ও আবর্জনা সৃষ্টি করা।
মানুষ যখন কারো প্রশংসা করে !
তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে।
কিন্তু যখন কারো বদনাম করা হয় !
তখন প্রায় সবাই তা বিশ্বাস করে।
বেশি কৌতুক করলে –
ব্যক্তিত্ব চলে যায় আর বেশি হাসলে প্রভাব ক্ষুণ্ণ হয়।
যে অনেক কিছু একসঙ্গে আরম্ভ করে,
সে কিছুই শেষ করতে পারেনা।
তুমি যদি নিজেকে তিরষ্কার করতে পার,
তাহলে কারো তিরষ্কার তোমার শুনতে হবে না।
জীবনে পাওয়ার হিসাব করুন,
না পাওয়ার দুঃখ থাকবে না।
যখন তোমার কাছে অনেক অনেক টাকা থাকবে,
তখন তুমি ভুলে যাবে যে তুমি কে।
আর যখন তোমার কাছে টাকা থাকবে না,
তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি কে।
একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়,
একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না।
দাম্ভিক হওয়া সহজ,
বিনয়ী হতে হলে প্রয়োজন –
অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তি মত্তার।
আরও পড়ুন 👉 হার্ট টাচিং উক্তি Heart Touching Quotes In Bengali
আরও পড়ুন 👉 Powerful Motivational Quotes In Bengali
- Shikha Mulak Bani Bangla | উপদেশ মূলক কথা উক্তি বাণী স্ট্যাটাস
- Monisider Bikkhato Ukti / ছোট ছোট নিতি বাক্য উক্তি মূল্যবান কথা
- সাফল্য ও ব্যর্থতার পার্থক্য কি? ব্যর্থতা থেকে সফলতার উপায়
- ডাক্তার দিবসের শুভেচ্ছা বার্তা| Happy Doctors Day Quotes In Bengali
- মেয়েদের জীবন নিয়ে উক্তি | নারী দিবসের স্ট্যাটাস
- Somoy niye ukti | খারাপ সময় নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন
I’m truly enjoying the design and layout of your blog.
It’s a very easy on the eyes which makes it much more pleasant for me to come here and visit more often.
Did you hire out a designer to create your theme?
Outstanding work!
Your blog is amazing, Do you want to know how to find trending audio on Instagram? If yes, then you have come to the right place. In this article, you’ll explore how to find trending audio on Instagram reels, increasing your chances of attracting more viewers (and listeners) to your Instagram content. For more information visit the article.
Hello it’s me, I am also visiting this website daily, this web page is actually nice and the users are actually
sharing fastidious thoughts.
If some one wants expert view concerning running a
blog after that i propose him/her to pay a quick
visit this blog, Keep up the fastidious job.
Simply wish to say your article is as astonishing. The clearness in your
submit is simply excellent and i can think you are knowledgeable on this subject.
Fine together with your permission let me to take hold of your feed to stay updated with approaching post.
Thanks a million and please keep up the gratifying work.
This website certainly has all of the information and
facts I needed about this subject and didn’t know who to ask.
Good post! We will be linking to this particularly great post on our site. Keep up the great writing
I have read so many articles regarding the blogger lovers except
this post is really a nice article, keep it up.
This is my first time visit at here and i am truly
happy to read all at single place.
What i don’t understood is in reality how you’re
not really much more neatly-favored than you might be right now.
You’re so intelligent. You realize thus considerably with regards to this topic, produced me personally consider it from a lot of various angles.
Its like men and women don’t seem to be fascinated until it’s one thing to accomplish with Lady gaga!
Your individual stuffs excellent. Always care for it up!
Simply desire to say your article is as surprising The clearness in your post is simply excellent and i could assume you are an expert on this subject Fine with your permission let me to grab your feed to keep up to date with forthcoming post Thanks a million and please carry on the gratifying work
Hello my loved one I want to say that this post is amazing great written and include almost all significant infos I would like to look extra posts like this
Hi there, i read your blog from time to time and i own a
similar one and i was just wondering if you get
a lot of spam remarks? If so how do you reduce it, any plugin or anything you can recommend?
I get so much lately it’s driving me crazy so
any support is very much appreciated.
Hi i think that i saw you visited my web site thus i came to Return the favore I am attempting to find things to improve my web siteI suppose its ok to use some of your ideas
In addition, I had a wonderful time with that. In spite of the fact that both the narration and the images are of a very high level, you realise that you are anxiously expecting what will happen next. Regardless of whether you choose to defend this stroll or not, it will be essentially the same every time.
Hi, Neat post. There is an issue along with your site in web explorer, might test this… IE still is the marketplace chief and a large portion of folks will omit your magnificent writing because of this problem.
Hi Neat post Theres an issue together with your web site in internet explorer may test this IE still is the marketplace chief and a good component of people will pass over your fantastic writing due to this problem
Valuable info. Fortunate me I found your website by accident, and
I am stunned why this twist of fate didn’t came about in advance!
I bookmarked it.
I take pleasure in, result in I found just what
I was taking a look for. You have ended my four day lengthy hunt!
God Bless you man. Have a great day. Bye
Ive read several just right stuff here Certainly price bookmarking for revisiting I wonder how a lot effort you place to create this kind of great informative website
I know this if off topic but I’m looking into starting my own weblog and was wondering what all is required to get setup?
I’m assuming having a blog like yours would cost a pretty penny?
I’m not very web smart so I’m not 100% certain. Any tips or advice
would be greatly appreciated. Thank you
The other day, while I was at work, my cousin stole my iphone and
tested to see if it can survive a thirty foot drop, just
so she can be a youtube sensation. My iPad is now destroyed and she has 83
views. I know this is entirely off topic but I
had to share it with someone!
Pretty section of content. I simply stumbled upon your website and in accession capital to say that I acquire in fact enjoyed account your blog posts.
Any way I will be subscribing on your feeds or even I success you access consistently rapidly.
Wow that was unusual. I just wrote an incredibly long comment
but after I clicked submit my comment didn’t show up.
Grrrr… well I’m not writing all that over again. Anyway, just wanted to say fantastic blog!
I loved as much as youll receive carried out right here The sketch is tasteful your authored material stylish nonetheless you command get bought an nervousness over that you wish be delivering the following unwell unquestionably come more formerly again since exactly the same nearly a lot often inside case you shield this hike
Somebody essentially lend a hand to make significantly posts I might state That is the very first time I frequented your web page and up to now I surprised with the research you made to create this particular put up amazing Excellent job
This was beautiful Admin. Thank you for your reflections.
I do agree with all the ideas you have introduced on your post They are very convincing and will definitely work Still the posts are very short for newbies May just you please prolong them a little from subsequent time Thank you for the post
Its like you read my mind You appear to know so much about this like you wrote the book in it or something I think that you can do with a few pics to drive the message home a little bit but other than that this is fantastic blog A great read Ill certainly be back
Spot on ᴡith this write-up, I honestly tһink this web sіte needs a lot more
attention. I’ll probably be returning tо read throᥙgh more, thanks for
the advice!
I ƅelieve this is among the such a lot vital info
f᧐r me. And i am satisfied studʏing your article.
But want to stаtement on few geneгal things, The web site stylе is perfect, thе articles is actually еxcellent :
D. Good activity, cheers
Hi, i tһink that i saw you visited my webⅼog so i came to “return the favor”.I’m trying to find things to
improve my website!I supposе its ok to use some of your ideas!!
Its like you read my mind You appear to know a lot about this like you wrote the book in it or something I think that you could do with some pics to drive the message home a little bit but instead of that this is fantastic blog An excellent read I will certainly be back
Top corporate event planners in Delhi | Gurgaon | Noida | Faridabad-Manesar. Elevate your events with precision. Book now for seamless organization!
Hello Ι am so happy I foսnd your site, I really found you by accident, while I
wаs searⅽhіng on Bing for somethіng else, Regardless I am here now and would jսst like to say thɑnks a lot
foг a marveloսs post and a alⅼ гound thrilling blog (I also love
the themе/design), I don’t have time to read through it
all at tһe moment but I havе bookmarked it and аlso added your RSS feeds,
so when I haѵe time I wіll be back to read more, Please do keep up the great b.
I do believe all the ideas youve presented for your post They are really convincing and will certainly work Nonetheless the posts are too short for novices May just you please lengthen them a little from subsequent time Thanks for the post
I really like what yօu guys tend to be up too. This kind of
clever work and exposure! Keep up the wonderful wߋrks guys I’ve added you guys to my personal bⅼogroll.
Thanks fߋr finally talking about > উপদেশ মূলক কথা / জ্ঞানের
উপদেশ মূলক কথা – Barmаn 360 < Loved it!
Thank you for sharing superb informations. Your website is very cool. I’m impressed by the details that you have on this website. It reveals how nicely you understand this subject. Bookmarked this website page, will come back for extra articles. You, my friend, ROCK! I found simply the information I already searched everywhere and simply could not come across. What a great site.
Real superb information can be found on web blog.
Every time I visit your website, I’m greeted with thought-provoking content and impeccable writing. You truly have a gift for articulating complex ideas in a clear and engaging manner.
I am not sure where youre getting your info but good topic I needs to spend some time learning much more or understanding more Thanks for magnificent info I was looking for this information for my mission
Hello i think that i saw you visited my weblog so i came to Return the favore Im trying to find things to improve my web siteI suppose its ok to use some of your ideas
Your blog is a beacon of light in the often murky waters of online content. Your thoughtful analysis and insightful commentary never fail to leave a lasting impression. Keep up the amazing work!
I consider something really interesting about your web site so I saved to fav.
This is such an important and often overlooked topic Thank you for bringing attention to it and offering valuable advice
I really like your writing style, great information, thank you for putting up :D. “Silence is more musical than any song.” by Christina G. Rossetti.