Bhagavad Gita Quotes গীতার বাণী উক্তি বাংলা


গীতার বাণী উক্তি বাংলা – ভগবত গীতার বাণী উক্তি কেউ – যদি জীবনে অনুসরণ করে। তার জীবনের সফলতা কেউ আটকাতে পারবে না। মানা হয় জীবনে যদি কোন সমস্যা আসে, যদি হতাশা হওয়ার কিছু নেই।

কারণ – মানুষের জীবনে যত কিছু সমস্যা আছে; প্রত‍্যেকে সমস্যার সমাধান – গীতার অমূল্য বাণীতে রয়েছে। আমরা যদি এদিক ওদিক না গিয়ে, পবিত্র গীতার পবিত্র বাণী পাঠ করি !

তাহলে আমরা জীবনের সব সমস্যার – সমাধান পেতে পারি। যদি আমরা পবিত্র গীতার উপদেশ মূলক বাণী থেকে পেতে পারি।

আজকাল আর্দশ উক্তি ও অমূল্য বাণী উক্তি পড়ার জন্য সব সময় ধর্ম গ্ৰন্থ প্রয়োজন হয় না।

যদি পবিত্র বাণী বা অমূল্য বাণী পড়ার ইচ্ছে হয়। তাহলে  আজকাল যেকোনো  পবিত্র ধর্ম গ্রন্থ যেমন রামায়ণ, মহাভারত,গীতা, কোরআন, বাইবেল সব ধরনের পবিত্র বাণী – মোবাইল ,ইন্টারনেট খুলেই পাওয়া যেতে পারে।

এজন্য আপনার মন ইচ্ছা থাকতে হবে !

এই আর্টিকেলে গীতার শ্রেষ্ঠ অমূল্য বাণী উক্তি দেওয়া হয়েছে। পবিত্র গীতার এই উপদেশ গুলি জীবনের প্রতি মুহূর্তে অনেক প্রেরনা যোগাবে –

সত্য বাণী – মানুষের জীবনে বড়ো শত্রু হলো – “রাগ” (গীতার বাণী উক্তি বাংলা)

কারণ – রাগ মানুষের কাছ থেকে সব কিছুই কেড়েই নেয়। আর কিছুই  ফিরিয়ে দেয় না। 

তাই সব সময় মনে রাখবেন, রাগের থেকে ভ্রমের সৃষ্টি হয়, আর ভ্রম থেকে, মনে – ভয় সৃষ্টি হয়।

আর যখন মনে ভয় সৃষ্টি হবে – তখন সু-বুদ্ধির বিনাশ ঘটে এবং ভালো মন্দ বা ঠিক-ভুলের জ্ঞান হারিয়ে যায়। আর এর পরেই মানুষের পতন ঘটা  শুরু হয়। 

অসৎ পথে চললে বিনাশ নিশ্চিত

গীতার বাণী

যদি কেউ অসৎ পথে চলে, তাঁর পরিনাম খারাপই হবেই।  (গীতার বাণী ) যদি আপনি নিজে জানেন, যে আপনি যা করছেন – সেটা ঠিক নয়। যা অস্বাভাবিক বা অন্য কারো ক্ষতি হচ্ছে। 

সে রকম কাজ করা উচিৎ নয় – কারণ আপনার জীবনেও যে কোনো সময়, আপনার সাথেও খারাপ হতে পারে। সে জন্য খারাপ কাজ করার কথা, মনে আনা উচিত নয়।

সন্দেহ – মানুষের জীবনের সুখ কেড়ে নেয় –

পবিত্র গীতার বাণীতে বলা আছে – যে ব্যক্তি সন্দেহ প্রবন হয়, 

সে ব‍্যক্তি ইহলোক কিংবা পরলোক গিয়েই শান্তি পায় না। সন্দেহ মানুষের জীবনে অশান্তি ডেকে আনে!

কারন – সন্দেহ মানুষের একটি মানসিক রোগ, যা শুধু আপনাকেই না। 

আপনার চার পাশের মানুষকেও অস্বস্তিকর পরিবেশে মধ্যে ঠেলে দেয়।  সন্দেহ – অকারণে সম্পর্কে মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে। 

Bhagavad-Gita Quotes In Bengali (গীতার বাণী উক্তি বাংলা)

উপদেশ বাণী

যে ব‍্যক্তি ফল লাভের জন্য, কর্ম করে। সে ব‍্যক্তি বাস্তবে ফল পায় না, কর্মেও সফল হয় না। তাই ফলের আশা না করে, কর্ম করে যাও !

বাস্তবে যে ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে। আর যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে ।সেই জীবনকে সফল হয়।

মানুষ যা চায় তাই হতে পারে ? যদি সে অবিরত বিশ্বাসের সাথে, কাঙ্খিত বিষয় নিয়ে চিন্তা ভাবনার সাথে কাজ করতে পারে।

যাদের ভক্তিতে বিশ্বাস নেই, তারা আমাকে খুঁজে পায় না। তাই তারা জন্ম-মৃত্যুর পথ ধরে, এই পৃথিবীতে ফিরে আসে। — শ্রীকৃষ্ণের বাণী

যার জন্ম আছে তার মৃত্যু আছে,কথাটি ধ্রুব সত্যি ! মৃত্যু যখন নিশ্চিত – তাহলে শোক কিসের।

মানুষ যেমন পুরানো বস্ত্র পরিত্যাগ করে এবং নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মাও পুরানো এবং অকেজো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে।

কাম, ক্রোধ আর লোভ ত্যাগ করুন

কারণ – মানুষের জীবনে কাম, ক্রোধ আর লোভ – হলো পাঁকের মতো। যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। যদি একবার এতে আটকে যান, তাহলে বেরোনো অসম্ভব.! 
জীবনে সব সময় মনে রাখতে হবে –

  এই তিনটি বিষয় – আপনার ওপর যেন চেপে বসতে না পারে। যতটা সম্ভব, নিজেকে কাম,ক্রোধ আর লোভের মায়াজাল থেকে। নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন। 

 কোনো সময় নিজের উপর বিশ্বাস হারাবেন না 

প্রাচীন কাল থেকে এই কথাটির প্রচলন রয়েছে। বিশ্বাসে মিলায় বস্তূ, তর্কে বহুদূর।

যদি কেউ নিজের ওপর থেকে, বিশ্বাস হারিয়ে ফেলে ! তাহলে তার পতন ঘটতে বাধ্য। 

তাই যেটা একবার ঠিক করবেন, সেটাই করার চেষ্টা করুন বা সফল না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যান। 

কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। সাফল্য একদিন আসবেই।

যখন মৃত্যু নিশ্চিত – তখন শোক কিসের ?

কথাটি ধ্রুব সত্যি – যার জন্ম আছে তার মৃত্যুও আছে ।
এই পৃথিবীতে যার জন্ম হয়েছে, তার মৃত্যুও নিশ্চিত । যে এই সংসারে এসেছে, তাকে এই সংসার ছেড়ে একদিন যেতেই হবে। জীবনে এই সত্যটিকে মানতে শিখুন। 

একদিন নিজেকেই চলে যেতে হবে। (গীতার বাণী উক্তি বাংলা) এটাই প্রকৃতির নিয়ম।

আপনার ভালোলাগা প্রিয়জনের শেয়ার করুন

21 thoughts on “Bhagavad Gita Quotes গীতার বাণী উক্তি বাংলা”

  1. Pingback: সুন্দর সুন্দর নীতি বাক্য - Barman 360

  2. Nice post. I learn something totally new and challenging
    on blogs I stumbleupon everyday. It’s always helpful to read through
    content from other authors and practice something from their websites.

  3. Heya i am for the first time here. I came across this board and I to find It truly
    helpful & it helped me out a lot. I hope
    to offer one thing again and aid others like you aided me.

  4. It’s truly a great and useful piece of information. I am happy
    that you simply shared this useful info with us. Please stay us
    up to date like this. Thank you for sharing.

  5. Hello there! This is my first visit to your blog! We are a collection of volunteers and starting a new
    project in a community in the same niche. Your blog provided us beneficial information to work on. You
    have done a extraordinary job!

  6. Pretty section of content. I just stumbled upon your web site and in accession capital to assert that
    I get in fact enjoyed account your blog posts. Any way I’ll be subscribing to your augment and even I achievement you access consistently fast.

  7. Howdy! This is my first comment here so I just wanted to give a quick shout out and say I really enjoy reading your articles.
    Can you suggest any other blogs/websites/forums
    that deal with the same topics? Thank you!

  8. Hi! Someone in my Myspace group shared this website with us so I came to check
    it out. I’m definitely enjoying the information. I’m bookmarking and will be tweeting
    this to my followers! Wonderful blog and terrific design and
    style.

  9. I do accept as true with all the ideas you have presented to your post.
    They’re very convincing and will definitely work.
    Nonetheless, the posts are very quick for novices. May just
    you please lengthen them a bit from subsequent time?
    Thank you for the post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top