Best Bangla motivational quotes | বিখ্যাত ব‍্যক্তিদের বিখ্যাত উক্তি

Best Bangla motivational quotes বিখ্যাত ব‍্যক্তিদের বিখ্যাত উক্তি যা আপনার মনে অনুপ্রেরণা জাগাবে। কথায় বলে মহান ব্যক্তিদের বিখ্যাত বাণী বা উক্তি রত্নের চেয়েও মূল্যবান। 

মহান ব্যক্তিদের বিখ্যাত বাণী দুর্বলদের শক্তি যোগায়, যারা দিশেহারা তাদের পথ দেখায়।

অন্ধকারে পথ চলার আলো জোগায়, যারা ব্যার্থতার তিক্ত অনুভূতি দূর করে, তাদের ঘুরে দাঁড়ানোর শক্তি জোগায়। তাই নিচে কিছু 

বিখ্যাত মনীষীদের বিখ্যাত উক্তি (Bikhato Monishider Bikhato Ukti)  ও বাণী তুলে ধরা হয়েছে। 

যা আমাদের জীবনে প্রয়োগ করলে হয়তো। আমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। বিখ্যাত মনীষীদের উক্তি ও বাণী নিয়ে আজকের বিষয়।

জীবন বদলে দেওয়ার মতো বাণী 

জীবনে সফল হতে চাইলে – 
কখনো  কোনো সময় ধৈর্য হারাবেন না। 
মনে রাখবেন –
ঈশ্বর আপনার জন্য, যা নির্ধারণ করে রেখেছেন। 
সঠিক সময়ে আপনি তা পাবেন। 

কোনো কাজ করার সময় লোকে তোমার ব্যাপারে –
কি ভাবলো সেটা বড় কথা নয়। 
তুমি নিজে তোমার ব্যাপারে, কি ভাবছো সেটাই আসল কথা।  

জীবনে যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। 
শুধু মনে রাখবে, অন্ধকার যত গভীর হয়। 
সূর্য তত দ্রুত উদিত হয়.. !

ভাগ্য বলে কিছু নেই। 
যা আছে তা হলো কর্মের ফল,
যা প্রত্যেকের চেষ্টা ও কর্মের ফলে, গড়ে ওঠে। – Life Changing Motivational Quotes

Best Bangla motivational quotes, বিখ্যাত ব‍্যক্তিদের বিখ্যাত উক্তি, জীবন বদলে দেওয়ার মতো বাণী, সফলতার মোটিভেশনাল উক্তি
Bangla Motivation Quotes

যে তোমাকে ভরসা করে, তার সাথে প্রতারণা করো না। 
যে সব সময় মনে রাখে, তাকে কখনো ভুলে যেও না…! 
তোমাকে যার প্রয়োজন, 
তাকে কখনো ব্যস্ততা দেখিয়ো না…! 

চালাক ততোটাই হও,
যাতে তোমাকে কেউ ঠকাতে না পারে। 
বেশি চালাকি করতে যেও না। 
কারণ – কারো কাছে না কারো কাছে, নিজেই ঠকে যাবে। 

Motivational Quotes In Bengali – সেরা অনুপ্রেরণামূলক উক্তি

তোমার পকেট ভর্তি টাকা থাকলে। 
তখন সবাই তোমাকে চিনবে। 
আর তোমার পকেট ফাঁকা থাকলে, 
তুমি সবাইকে চিনবে। 

যে ঠকায়, সে অন্য জায়গায় ঠকে। যে কাঁদায়, সে অন্য জায়গায় কাঁদে। 
যে যেরকম কর্ম করবে, সে সেই রকমই ফল পাবে। 
 শুধু অপেক্ষা সঠিক সময়ের‌‌‌। 

ধৈর্য্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না…
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে,থাকতে পারাটাই 
সবচেয়ে বড় চ্যালেঞ্জ,
 যা সবাই পারে না। 

যে তোমাকে আঘাত করেছে। 
কিন্তু সেই আঘাত থেকে, তুমি যে শিক্ষা পেলে। 
সেটা কোনো দিন ভুলে যেও না। 

ভুলে যাও তাকে,

এরকম মানুষের থেকে …
সব সময় দূরত্ব বজায় রাখুন…? 


১) যারা আপনাকে “মিথ্যা” বলে। 
২) যারা আপনাকে “অসম্মান” করে। 
৩) যারা আপনাকে “ব্যবহার” করে। 
৪) যারা আপনাকে “ছোট ” করে। 

মানুষ অভ্যাসের দাস। 
তাই সবসময় ভালো অভ‍্যাস তৈরি করুন। 
যা আপনার ভবিষ্যতে ভালো কাজে লাগবে। – Positive Quotes In Bengali

যদি জীবনের প্রয়োজনে, 
নিজেকে বদলে ফেলতে হয়…
তবে তাই করো…?
হয়তো কিছুটা – কষ্ট পেতে হবে তোমায়। 
তবুও কষ্টটা, মেনে নিয়ে চলা ভালো। 

যোগ্য মানুষ, 
কখনো অন্যের সমালোচনা করে না…
সব সময় যোগ্যতা হীন – 
মানুষ গুলো অন্যের সমালোচনা করে…! 

Best Bangla motivational quotes, বিখ্যাত ব‍্যক্তিদের বিখ্যাত উক্তি, জীবন বদলে দেওয়ার মতো বাণী, সফলতার মোটিভেশনাল উক্তি
শিক্ষামূলক উক্তি ছবি

কোন মানুষকে,
অন্য কোন মানুষের সাথে তুলনা করতে নেই। 
কারণ – প্রত্যেকটি মানুষ তার নিজের কাছে সুন্দর।

সফলতার মোটিভেশনাল উক্তি

তিনটা জিনিস কখনও ফিরে আসে না – 
সময়, কথা ও সুযোগ 
তিনটা জিনিস কখনও হারানো ঠিক না –
শান্তি, আশা ও সততা

তিনটি জিনিসে মানুষের পতন হয় –
অহংকার, মিথ্যা ও ঘৃণা
তিনটা জিনিস খুব দামি –
ভালোবাসা, আত্মবিশ্বাস ও বন্ধুত্ব

যে তোমার বিষয়ে, 
অতিরিক্ত খারাপ কথা বলছে,
সে তোমাকে “অনুসরণ” করছে। 
আর যে ভালো কথা বলছে সে “স্মরণ” করছে। 

কারো সম্পর্কে কিছু বলার আগে,
সত্যে জানার চেষ্টা করুন। 
কারণ – অনুমান করে বলা কথা। 
সবসময় সত্যিই নাও হতে পারে। 

যে কোনো কাজ, সে কখনো ছোট বা বড় হয় না। 
সব কাজই সমান, সেটা ডাক্তারি হোক বা দিন মজুরী। 
কারণ – সব কাজ আমরা পেট চালানোর জন্যই করে থাকি। 

Best Bangla motivational quotes – সফলতার মোটিভেশনাল উক্তি, পোস্টটি ভালো লাগলে,

অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন।

আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন। 

আপনার ভালোলাগা প্রিয়জনের শেয়ার করুন

21 thoughts on “Best Bangla motivational quotes | বিখ্যাত ব‍্যক্তিদের বিখ্যাত উক্তি”

  1. I have read some excellent stuff here Definitely value bookmarking for revisiting I wonder how much effort you put to make the sort of excellent informative website

  2. I was recommended this website by my cousin I am not sure whether this post is written by him as nobody else know such detailed about my trouble You are amazing Thanks

  3. Magnificent beat I would like to apprentice while you amend your site how can i subscribe for a blog web site The account helped me a acceptable deal I had been a little bit acquainted of this your broadcast offered bright clear idea

  4. I was recommended this website by my cousin I am not sure whether this post is written by him as nobody else know such detailed about my trouble You are amazing Thanks

  5. you are truly a just right webmaster The site loading speed is incredible It kind of feels that youre doing any distinctive trick In addition The contents are masterwork you have done a great activity in this matter

  6. I just could not leave your web site before suggesting that I really enjoyed the standard information a person supply to your visitors Is gonna be again steadily in order to check up on new posts

  7. Wow, wonderful blog structure! How lengthy have you been running a blog for?

    you make blogging glance easy. The overall glance of your site is magnificent, let alone
    the content! You can see similar here dobry sklep

  8. Somebody essentially help to make significantly articles Id state This is the first time I frequented your web page and up to now I surprised with the research you made to make this actual post incredible Fantastic job

  9. Hi my family member I want to say that this post is awesome nice written and come with approximately all significant infos I would like to peer extra posts like this

  10. helloI like your writing very so much proportion we keep up a correspondence extra approximately your post on AOL I need an expert in this space to unravel my problem May be that is you Taking a look forward to see you

  11. I loved as much as youll receive carried out right here The sketch is tasteful your authored material stylish nonetheless you command get bought an nervousness over that you wish be delivering the following unwell unquestionably come more formerly again since exactly the same nearly a lot often inside case you shield this hike

  12. Ive read several just right stuff here Certainly price bookmarking for revisiting I wonder how a lot effort you place to create this kind of great informative website

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top