Bikhato Monisider Bani Bangla

Bikhato Monisider Bani Bangla – নিজেকে বদলে ফেলার জন্য, প্রতিদিন কিছু হলেও চেষ্টা করতে হবে। সফল ব্যক্তিরা কোনো বিষয়ে কথা বলার সময়, অনেক ভেবেচিন্তে হ্যাঁ-না বলেন।
 
 ভালো কাজ, বুদ্ধি বৃত্তিক কিংবা সৃজনশীল যেকোনো সুযোগ মিললে হ্যাঁ বলুন। আনন্দ কিংবা মন বিকাশ হতে পারে, এমন কাজের জন্য, সব সময়ই হ্যাঁ বলা শিখুন।
 
জীবনে যদি সাফল্য অর্জন চান, তাহলে অবশ্যই ”মনীষীদের সেরা উক্তি” বা মনীষীদের নীতি কথা জানা প্রয়োজন।
কারণ – মনীষীদের সেরা উক্তি বা মনীষীদের বিখ্যাত উক্তি আমাদের হৃদয়ে অনুপ্রেরণা যোগায়।

Niti Kotha Bengali (ছোট ছোট নীতি বাক্য)

 
জীবনে যদি সাফল্য চান, তাহলে সাফল্যকে লক্ষ্য বানিয়ে নিও না।
তুমি যা করতে ভালোবাসো,সেটাই করো। সাফল্য আপনা আপনি এসে ধরা দেবে।
 
একটা সূত্র থেকে কোনো কিছু ,কপি করলে সেটা হয় নকল। আর একাধিক সূত্র থেকে ,কপি করলে হয়  – গবেষণা
মনীষীদের বাণী বা উক্তি, পারে একজন মানুষের জীবন বদলাতে।
কারণ – মনীষীদের বাণী  এক দুই লাইন হয় , কিন্তু এই এক দুই লাইনের ভার অনেক।
 
তাই প্রতিদিন প্রতিটি মানুষের উচিত , মনীষীদের বাণী পড়া ও জানা।
আর  এই বাণী থেকেই ,আমরা কিছু করার প্রেরণা পাই।
 
 
Bikhato Monisider Bani Bangla, Niti Kotha Bengali,ছোট ছোট নীতি বাক্য,মনীষীদের সেরা উক্তি
মনীষীদের উক্তির ছবি
 
 
 
 
 
 
 
 
 
 

Upodesh In Bengali (bikhato monisider niti bakya)

সন্তানের সাফল্য চাইলে,
তাকে মাছ খেতে দেওয়ার বদলে,
মাছ ধরতে শেখাও !
 
মনে রাখবেন নিজেকে কখনও ছোট করে দেখো না,
তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। আর আত্মা মরে গেলে –
মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়।
আর স্বপ্ন ছাড়া মানুষ কখনও বেঁচে থাকতে পারে না।

 

যদি বাচ্চাদের টাকা পয়সার মূল্য, বোঝাতে চান। তার সহজ উপায় হলো !
বাচ্চাদের কাছ থেকে কিছু ধার নেওয়া।

কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা যা দেয়, তার চেয়ে বেশি কেড়ে নেয়।
পৃথিবীতে কিছু কিছু মানুষ, সম্ভবত কষ্ট পাবার জন্যই  জন্মায়।
টাকা পয়সার কষ্ট নয় – মানসিক  কষ্টের জন্য।

 
 
জীবনে সফল হওয়ার জন্য সাধারণ মানুষ ও অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য-
সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে, ততক্ষণ কাজ করে।
আর অসাধারণ মানুষ বা সফল মানুষেরা ভালো না লাগলেও কাজ করে।
 যতক্ষণ না কাজ শেষ হয় – ততক্ষণ কাজ বন্ধ করে না !

 

অন‍্যায় বা ভুল করে লজ্জিত না হওয়া – এটা আর একটা বড় অন‍্যায় !

 
দুঃখ বিলাস বা কোন কিছুই ভালো না লাগা আলস্যের একটি রূপ।
যারা কিছু করে না,তাদেরই আসলে কিছুই ভালো লাগে না।
আর যারা ব্যস্ত তাদের কিছু ভালো না লাগার কোনো সুযোগ থাকে না।
 
 
 
দুঃখ গুলোকে অনেক বড় মনে হয়, সুখ গুলোর চেয়ে।
কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় -হাজার ব্যর্থতার চেয়ে।
 

বিখ্যাত মনীষীদের বাণী – Bikhato Monisider Bani Bangla

যে মন খুলে হাসতে পারে না, সে এই পৃথিবীতে সবচেয়ে অসুখী ।

পরিপূর্ণ তৃপ্তি নিয়ে, কু্ঁঁড়ে ঘরে থাকাও ভালো ।
অতৃপ্তি নিয়ে বড় অট্টালিকায় ,থাকার কোনো সার্থকতা নেই ।

 
যেটা তুমি মানুষকে দেখাও !
তার চেয়ে অনেক বেশি তোমার থাকা উচিত।
ঠিক তেমনি তুমি যা জানো, তার তুলনায় কম কথা বলা উচিত।
 
 
 
যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি,
সব সময় সাফল্য তার কাছেই এসে ধরা দেয় !
কারণ  – যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার, শব্দ ততো কম।
 
নদীতে স্রোত আছে,
তাই নদী বেগ বান।
মানুষের জীবনে দন্দ্ব আছে,
তাই জীবন বৈচিত্রময়।
 
 
মানুষের জীবনে “আশা একটি জীবন্ত স্বপ্ন”
তাই – আশা ছাড়া বাঁচতে চাওয়া মানে,
মরে যাওয়ার  সমান !
যেখানে লক্ষ্য নেই, সেখানে আশাও নেই,
আশা হলো  -অসীম অন্ধকারের মাঝে ও আলো চেনার ক্ষমতা।
 
 
আশা হলো এমন একটি বিশ্বাস –
যা – মানুষকে অর্জনের দিকে নিয়ে যায়।
 আশা আর আত্মবিশ্বাস ছাড়া,
সাফল্য অর্জন কিছুই সম্ভব নয় !
 
“সাফল্য মানে ৯ বার পড়ে গিয়ে ১০ম বার উঠে দাঁড়ানো”
 
যদি লক্ষ্যের পেছনে – অক্লান্ত পরিশ্রম করো !
যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয় – তাতে দুঃখের কিছু নেই ।
কারণ  – এই কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি হয়ে উঠেছো….
আরো শক্তিশালী, আরো অভিজ্ঞ, আরো দক্ষ –
এটাই সত্যি কারের বিজয়।
 
জীবনের সফলতা আসে – অভিজ্ঞাতা থেকে।
আর অভিজ্ঞাতা আসে ব্যর্থতা থেকে। – monisider bani bangla
 
 
দুঃখ-কষ্ট নিয়েই মানুষের জীবন ,
কিন্তু দুঃখের পর সুখ আসবে, এটাই ধ্রুব সত্য।
 

প্রেরণামূলক উক্তি

যদি তুমি কোনো দিন অপমানিত বোধ করো ।
তবে অন্য  কাউকে সেটা বুঝতে দেবে না। – পণ্ডিত চাণক্য

পাখি উড়ে গেলেও পলক ফেলে যায়,আর মানুষ চলে গেলে ফেলে রেখে যায় স্মৃতি।

তাই জীবনে এমন কিছু করে – যাওয়া উচিত মানুষের স্মৃতির মধ্যে থাকা যায়।

 

মনে মনে পৃথিবীটাকে যেভাবে বদলাতে চাও ?
 ঠিক সেই পরিবর্তনটা তোমার নিজের মধ্যে আনো।
তখন দেখবে মনের চাওয়া, সেটা  অবশ্যই পাবে !
 
 
 
বিয়ে হলো একটি জুয়া  –
পুরুষ বাজী রাখে স্বাধীনতা আর নারী বাজী রাখে সুখ
 
 
 
সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা,
এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে -অন্যদেরকে উপদেশ দেওয়া।
 

বিখ্যাত মনীষীদের বাণী  বাংলা (Bikhato Monisider Bani Bangla)

 
মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে,
তখন তাকে কোনো ভাবে বিরক্ত করা উচিত নয়।
কারণ সেই সময় – চরম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে।
 
 
 
আশা কখনো তোমাকে ছাড়ে না,
বরং তুমিই তাকে ছেড়ে দাও..!
ভবিষ্যতের স্বপ্ন নিয়ে,
আশা করার চেয়ে দারুণ  কিছু আর নেই..
 
 
আশা কখনও মিথ্যে হয় না –
যদি তুমি আশা করতে পারো ,
তবে তোমার দ্বারা সব কিছুই সম্ভব ?
 
 
কাজ শুরু করাই হলো,
সাফল্যের মূল চাবিকাঠি….
প্রতিটি কাজ শুরু হয় শূন্য থেকে।
আর প্রতিটি কাজ পূর্ণতা পায় ধাপে ধাপে । – উপদেশ বাক্য

 

আমার সব থেকে ভালো বন্ধু হলো ,আয়না
কারণ – আমি যখন কাঁদি ,তখন সে হাসে না ।

 
 
সফল হওয়ার চেষ্টা করার বদলে,
দক্ষ হওয়ার চেষ্টা করো !
সাফল্য এমনিই আসবে ! – monisider bani bangla
 
 
অসত্যের পথে সফল হওয়ার চেয়ে,
সত্য পথে ব্যর্থ হওয়াও ভালো..!
 
 
 
সাফল্য তখনই আসে  –
যখন একজন মানুষ,
তাঁর নিজের ক্ষমতা কোনো কাজে পুরোটাই লাগিয়ে দেয়।
 
 
যদি তোমার সমালোচনা করার মতো, কেউ না থাকে,
তবে তোমার সফল হওয়ার, সম্ভাবনা নেই বললেই চলে।
 
 
বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়,
 আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয় ।
 
 
হেসে কথা বলুন।
এতে আপনি শুধু নিজেই আনন্দিত হবেন না,
অন্যরাও খুশি হবে।
 
 
যখন আপনার জন্ম হয়েছিল,
তখন আপনি কেঁদে ছিলেন,
আর বাকি মানুষ উদযাপন করে ছিল।

নিজের জীবন এমনভাবে উপভোগ করুন,
যাতে আপনার মৃত্যুর সময়,
সবাই কাঁদলেও, আপনি তা হাসি মুখে উদযাপন করতে পারেন।

 
 
জীবনে সফল হতে চাইলে,
যে দুটি জিনিসের প্রয়োজন –
জেদ আর আত্মবিশ্বাস….

 

 
সফল মানুষেরা সাধারণত,
তাদের কাজের বিষয়কে পাগলের মতো ভালোবাসেন। 
 

ছোট ছোট নীতি বাক্য

 
যে তোমাকে কষ্ট দেয়, তাকে তুমি ভালোবাসো।
আর যে তোমাকে ভালবাসে, তাকে তুমি কষ্ট দিও না।
কারণ  -পৃথিবীর কাছে, হয়তো তুমি কিছুই নও।
কিন্তু কারো কাছে হয়তো বা,তুমিই তার পৃথিবী
 
 
কারও আশাকে নষ্ট করবেন না।
হয়তো এই আশাই তার শেষ সম্বল।
 
 
 
যদি কোনও কিছু সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়,
তবে তুমি তা করবেই,
কোনো বাধা তোমাকে থামাতে পারবে না !

 

 
অর্থ যেমন অর্থের জন্ম দেয়,
 সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয় !
 
 
 
মানুষের জন্ম হয় সফলতার জন্য,
ব্যর্থতার জন্য নয়,
ব্যর্থ হওয়ার নানা উপায় আছে।
কিন্তু সফল হওয়ার উপায় একটাই পরিশ্রম
যেখানে পরিশ্রম নেই, সেখানে সাফল্য নেই ! – মনীষীদের নীতি কথা

সত্যি যদি আপনি কিছু করতে চান,
একটা রাস্তা অবশ্যই খুঁজে পাবেন আপনি।
আর যদি করতে না চান – অজুহাত অবশ্যই পাবেন !

 
আত্মশক্তির প্রতি, যার শ্রদ্ধা আছে,
সে যতো দেরিতে হোক না কেন,
সে মাথা উঁচু করে দাড়াবেই !
 
যে তোমার সামনে দোষ ধরে,
সেই তোমার প্রকৃত বন্ধু,
আর যে সামনে প্রশংসা করে সেই শত্রু !
 
 
টাকার বিনিময়ে সার্টিফিকেট অর্জনের বদলে,
অশিক্ষিত থাকা ভালো।
 
 
 
সুখ আর দুঃখ একে অপরের সাথে সম্পর্কিত,
ঠিক যেমন- গোলাপের সাথে কাঁটার সম্পর্ক।

 

অতীতকে তুমি বদলাতে পারবে না ঠিকই,
কিন্তু বর্তমানকে ব‍্যবহার করে,

ভবিষ্যৎকে বদলাতে পারবে অবশ্যই।

 

 
জীবনে সমস্যা তোমাকে, থামিয়ে দেবার জন্য আসে না।
সমস্যা আসে তোমাকে নতুন পথ দেখাতে।
 
 
স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়।
তাই বলে, স্বপ্নকে ত্যাগ করে নয়, স্বপ্নকে সঙ্গে নিয়ে চলো।
স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন॥
যদি স্বপ্ন দেখতে পারো, তবে স্বপ্নকে বাস্তবায়ন ও করতে পারবে।
 

মনীষীদের নীতি কথা (Bikhato Monisider Bani Bangla)

 
পারিব না –একথাটি বলিও না আর,
কেন পারিবে না তাহা ভাব একবার;
পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা,
একবার না পারিলে দেখ শতবার।
 
 
 
বেশিরভাগ মানুষই সফল হওয়ার ঠিক –
 আগ মূহুর্তে হাল ছেড়ে দেয়।
খেলার একদম শেষ মুহূর্তে,
টার্চ লাইনের এক পা আগে তারা হার মেনে নেয়।

 

 
একা একা মরতে ভয় পান – তবে বাসচালক হোন ।
 
 
যদি সফল হতে চাও –
তাহলে তোমাকে – সামনে আসা সমস্যার মোকাবেলা করতে হবে।
বেছে বেছে চ্যালেঞ্জ মোকাবেলা করলে,
সফল হওয়া যাবে না।
 
 
একজন মানুষ যত বড় হতে চায়,
সে মানুষ তত বড় হতে পারে।
যদি সে নিজের ওপর বিশ্বাস রাখে…. সেরা ইসলামিক উক্তি

 

 
তার যদি সাহস আর নিবেদন থাকে,
এবং সে যদি বড় অর্জনের জন্য, ছোট ত্যাগ স্বীকার করতে রাজি থাকে।
 তার পক্ষে বড় হাওয়া কোনও কিছু  অসম্ভব  নয়। — ছোট ছোট ইসলামিক উক্তি
 
বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না।
সাথে স্বপ্ন ও দেখতে হবে।
পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। — ইসলামিক শিক্ষামূলক বাণী
 
শিক্ষামূলক উক্তি 
 
দ্রুত কাজ করে, অন্যকে অতিক্রম করুন।
 আপনি যদি সেটি না পারেন ?
তাহলে বুঝতে হবে,
আপনি খুব দ্রুত কাজ করতে পারছেন না।
 
 
ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে এক করলে,
তা বিরাট কিছুতে পরিনত হয়।
ঠিক তেমনি ফোঁটা ফোঁটা জল বিন্দু,
দিয়েই প্রলয়ংকরী বন্যা সৃষ্টি হয় !
 
 
মানুষের কোনও ধারণাই নেই, যে সে কতটা ক্ষমতা রাখে ?
সাধারণ মানুষ তাদের ক্ষমতার ২৫%দিয়ে কাজ করে।
যারা ৫০% এর বেশি কাজে লাগায় পৃথিবী তাদের স্যালুট করে।
যারা ৭৫% দিয়ে কাজ করে –
পৃথিবী তাদের সামনে মাথা নত করে ! – শিক্ষামূলক উপদেশ

 

টিভি ও ইন্টারনেট খুবই ভালো জিনিস।
কারণ – এই দুটি জিনিস নির্বোধ লোকেদের ব‍্যস্ত রাখে  ।
ফলে এই সময় টুকু  –

তারা আর দশজনকে বিরক্ত করে না ।
 
 
Bikhato Monisider Bani Bangla সমন্ধে ভালো লাগলে, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। মনীষীদের নীতি কথা,monisider bani bangla, বাংলা মোটিভেশনাল উক্তি সমন্ধে জানতে। Barman360 সাথে থাকুন। 🙏
 
 
আপনার ভালোলাগা প্রিয়জনের শেয়ার করুন

1 thought on “Bikhato Monisider Bani Bangla”

  1. Pingback: মনীষীদের সেরা উক্তি, Best Quotes Of The Wise - Barman 360

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top