Chanakya Niti Bengali Quotes | মূল্যবান চাণক্য নীতি – চাণক্য পন্ডিত ভারতবর্ষের ইতিহাসে এক অনন্য অসাধারণ ব্যক্তিত্ব। তিনি তার নীতি কথা আমাদের সমাজের জন্য রেখে গেছেন, তা আজও আমাদের কাছে অনবদ্য।
চাণক্যের নীতি বাণী আজও আমাদের সামাজিক, মানসিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় জীবন সবদিক থেকেই আমাদেরকে সুন্দর এবং সুপরিকল্পিত ভাবে বাঁচতে সাহায্য করে।
চাণক্য নীতি বাণী থেকে ২৫ টি মূল্যবান নীতি বাণী তুলে ধরা হয়েছে। আশা করছি এই ছোট ছোট নীতি বাক্য গুলি ভালো লাগবে।
চাণক্য ও তার মূল্যবান বাণী (Chanakya Niti Bengali Quotes)
অগ্নি, শত্রু এবং রোগব্যাধিকে বাচিয়ে রাখতে নেই। এদের সম্পূর্ণরূপে নির্মূল করা উচিত, অন্যথায় তা বাড়তেই থাকবে।
একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবেন না, আর কাজ ছাড়বে না । যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই জীবনে সফল ও সুখী হয়।
কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিৎ নয়।
পরের মূহুর্তে কী ঘটতে চলেছে তা কে বলতে পারে?
কোনো কাজে ক্ষেত্রে – সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো, কখনও নিজের গোপন বিষয় অপরকে জানাবে না। এটা তোমাকে অসফল ও ধ্বংস করে দেবে।
সর্বদা চুপচাপ এবং গুপ্তরূপে নিজের কাজ করা উচিৎ।
ভয়কে কেবল ততক্ষণ ভয় কর, যতক্ষণ সেটা তোমার থেকে দূরে আছে। – চাণক্য ও তার অমূল্য বাণী
চাণক্য নীতিতে বলেছেন – কোনো ব্যক্তির খুব বেশী সহজ-সরল হওয়া উচিৎ নয় ।
কারণ – সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়।
মূল্যবান চাণক্য বাণী। চাণক্যের নীতি। Chanakya neeti in bengali
সাপকে দুধ পান করালে, সাপের শুধু বিষই বৃদ্ধি পায়। তেমনই মূর্খকে সদুপদেশ দান করলে, তারা ক্রুদ্ধ হয়। মানসিক প্রশান্তি লাভ করতে পারে না।
অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও । কারণ – সবকিছু নিজের জীবনে প্রয়োগ করে শিখতে চাইলে, তোমার আয়ু কম পড়বে! চাণক্য নীতি মেনে চলে জীবনে সফল হও – চাণক্য নীতি বাংলা
কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই তিনটি প্রশ্ন করবে :-
আমি এটা কেন করতে চলেছি ?
এর পরিনাম কী হতে পারে ?
আমার সফলতার সম্ভাবনা কতটা ?
যদি ঐ প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর পেয়ে যাও, তবেই কাজ শুরু কর।
যে ব্যক্তির গৃহে স্নেহময়ী মা অথবা সুশীলা স্ত্রী কোনটাই নেই। সে ব্যক্তির তৎক্ষণাৎ সেই শূন্য গৃহ পরিত্যাগ করে, বনে গমন করা। এরকম ব্যক্তির গৃহে বাস করার চেয়ে বনে বাস করাই ভালো।
প্রত্যেক মিত্রতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে।
বাস্তবে এটা একটা কটূ সত্য। – আচার্য চাণক্য নীতি
যে ব্যক্তি নিশ্চিতকে ছেড়ে অনিশ্চিতের দিকে ধাবিত হয়, তার নিশ্চিত ও অনিশ্চিত উভয়ই নষ্ট হয়।
নিজের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে রাখো। ইন্দ্রিয়ের অধীন যে থাকে,
তার চতুরঙ্গ সেনা থাকলেও
সে বিনষ্ট হবেই। – চানক্য বচন
একটি দোষ অনেক গুণকেও গ্রাস করে।
মূল্যবান চাণক্য নীতি বাণী | Chanakya Niti Bani
অহংকারের মতো শত্রু নেই।
যশবানের বিনাশ নেই।
মিষ্টিভাষীদের কোনো শত্রু নেই।
সর্বদা নশ্বরতার কথা মনে রাখবে। – Chanakya Niti bani
অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল,
অতি গর্বের কারণে রাবণের পতন হল,
এবং অতি দানী হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল।
সুতরাং “অতি” কে সর্বদা ত্যাগ করা উচিৎ। – চাণক্য ও তার অমূল্য বাণী
যা ঘটে গেছে তা ঘটে গেছে, যে সময় অতীত হয়েছে।
সেটা নিয়ে ভেবে অনুশোচনা করে সময় নষ্ট করা অর্থহীন।
যদি তোমার দ্বারা কোনো ত্রুটি হয়ে থাকে…
তবে তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে শ্রেষ্ঠ করার চেষ্টা করা উচিৎ।
যাতে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা যায়। – চাণক্য নীতি বাংলা
তোমার প্রতিবন্ধকতাকে (বাধা) তোমারই পক্ষে কাজে লাগাও।
যদি তুমি অবস্থাকে নিজের পক্ষে আনতে না পার,
তবে শত্রুদের জন্য তা জটিল করে দাও।
যদি কোনো সাপ বিষধর নাও হয়,
তবুও তার উচিৎ বিষধর হওয়ার ভান করা–
যেন মনে হয় সে ইচ্ছা করলেই বিষাক্ত দংশন করতে পারে।
একই ভাবে দূর্বল ব্যক্তিদেরও
সবসময় নিজেদের দূর্বলতাগুলি লুকিয়ে রাখা উচিৎ,
যেন অপরে তার আভাষমাত্র না পায়।
Chanakya Niti Bani in Bengali | চানক্য নীতিশাস্ত্র সমূহ
কোনো দূর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশী বিপদের ।
কারণ, সে এমন সময় এবং
এমন জায়গায় আঘাত করতে পারে,
যেটার আমরা কল্পনাও করতে পারবো না।
Pingback: 50+Top Chanakya Niti in Hindi | सुविचार चाणक्य नीति