Kargil Vijay Diwas Quotes

বিজয় দিবসের তাৎপর্য

Kargil Vijay Diwas Quotes – ১৯৯৯ সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় জওয়ানরা, যে ত্যাগ স্বীকার করেছিলেন। সেই যুদ্ধে প্রয়াত শহিদ জওয়ানদের শ্রদ্ধার সাথে বীর যোদ্ধাদের আত্মবলিদানকে স্মরণ করছি। 

কার্গিল বিজয় দিবসের বর্ষপূর্তিতে বীর যোদ্ধাদের আত্মবলিদানক আমাদের কাছে চিরস্মরণীয় থাকবে। এই ১৯৯৯ সালের ভারত পাকিস্তানের যুদ্ধ, প্রায় দু মাস ধরে চলেছিল, যা আমরা কার্গিল যুদ্ধ নামে জানি। 

সেই যুদ্ধে অবশেষে ১৯৯৯ সালের ২৬ জুলাই ভারত কার্গিল যুদ্ধে জয়ী হয়। তখন থেকে ২৬ জুলাই দিনটাকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়। 

কার্গিল বিজয় দিবস কবে পালন করা হয়  –  ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস ( 26 july kargil vijay diwas )  পালন করা হয়। 

kargil vijay diwas ইতিহাস – ১৯৭১-এর যুদ্ধে, আলাদা দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে উঠে এসেছিল বাংলাদেশ। সেই যুদ্ধে ভাগ হয়ে গিয়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান।

তারপর পাকিস্তানের বিরুদ্ধে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ ছিল ভারতের যুদ্ধ। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের কারন ছিল – 

  • পাকিস্তানি সেনারা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে, ভারতের সীমান্তে ঢুকে পড়েছিল। 
  • পাকিস্তানি সেনাকে পিছু হঠাতে, ভারতীয় সেনাবাহিনী অপারেশন শুরু করে।
  • আর সেই অপারেশনের নাম দেওয়া হয়েছিল –‘অপারেশন বিজয়’

Kargil Vijay Diwas-2022
বিজয় দিবস ২৩ বছর পূর্তি উপলক্ষ্যে – আসুন স্মরণ করি সেই সব বীর সৈনিকদের আত্মত্যাগ। 
যারা মহান জাতির রক্ষার জন্য কর্তব্য লাইনে প্রাণ দিয়ে ছিলেন। 
আজ সেই ভারতীয় সেনার সেই বীরত্বের কাহিনী জানবো। 

কার্গিল যুদ্ধই ছিল পৃথিবীর ইতিহাসে, সবথেকে উচ্চতম যুদ্ধ।
যুদ্ধের স্থান ছিল –  কার্গিল, সিয়াচেন এবং লাদাখ অঞ্চলে।
সেই অঞ্চল গুলো সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৮ হাজার ৭৮০ ফুট উঁচুতে,
সাম্প্রতিক কালে এত উচ্চতায় এমন যুদ্ধ হয়নি।

Kargil Vijay Diwas Quotes, বিজয় দিবসের তাৎপর্য, Kargil vijay diwas বাংলা - বিজয় দিবস নিয়ে কিছু কথা,  26 july kargil vijay diwas
26 july kargil vijay diwas

Kargil vijay diwas বাংলা – বিজয় দিবস নিয়ে কিছু কথা

১৯৯৯ কার্গিল যুদ্ধের সময় – ভারতের কেন্দ্রীয় সরকার চালাচ্ছে এনডিএ।
আর তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, অটল বিহারী বাজপেয়ী।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষে, 
শুধু পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধেই যুদ্ধ ছিল না।
ভারতীয় সেনাবাহিনীর লড়াই করতে হয়েছিল, প্রচন্ড ঠান্ডার বিরুদ্ধেও।

কারণ – যে সময়ে কার্গিল যুদ্ধ হয়েছিল,
তখন সেই অঞ্চলের বেশ কিছু জাগায়। তাপমাত্রা ছিল মাইনাস (-১০) ডিগ্রি সেলসিয়াস,
বা কোনও কোনও জাগায়। 
তাপমাত্রা মাইনাস (-১০) ডিগ্রি সেলসিয়াসের থেকেও কম ছিল। 

যখন সীমান্তে ভারতীয় সেনাবাহিনীরা, পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে।
সেই সময়ে ভারতীয় বায়ু সেনাবাহিনীও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 

অপারেশন বিজয়ের মতোই – 
ভারতীয় বায়ুসেনা অপারেশনের নাম ছিল ‘অপারেশন সফেদ সাগর’

ভারতীয় বায়ুসেনার পাইলটদের অবদান ছিল অনস্বীকার্য 
মাত্র ৭ দিনের প্রস্তুতিতে।
৩২ হাজার ফুট উপর থেকে ভারতীয় বায়ু সেনা যেভাবে যুদ্ধ করেছে।
তাতে পিছু হঠতে বাধ্য হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

১৯৯৯ সালের কার্গিলের যুদ্ধে – যে বীর ভারতীয় সেনা জওয়ান শহিদ হয়েছেন। 
সেই প্রয়াত শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে প্রতি বছর, 
নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় কারগিল – সেক্টর

আর সেই দিন হলো –  ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস ( 26 july kargil vijay diwas ) 
এই বিজয় দিবসের দিন –
ভারতের প্রধানমন্ত্রী – প্রতি বছর ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতিতে,
কার্গিল যুদ্ধে প্রয়াত শহিদ জওয়ানদের, শ্রদ্ধাঞ্জলি জানান।

অমর জওয়ান জ্যোতি মানে কি  – অমর সৈনিক শিখা, বা আলো ( Amar Jawan Jyoti )
যে দেওয়ালে শহিদদের প্রত্যেকের নাম খোদাই করা থাকে ইন্ডিয়া গেটের সামনে। 
ভারতীয় স্মৃতিসৌধ যা 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পরে নির্মিত 
এবং 26 জানুয়ারী 1972 সালে উদ্বোধন করা হয়েছিল।

Indian Army Kargil Vijay Diwas Quotes 2022

আপনাদের সকলকে কার্গিল বিজয় দিবসের অনেক অনেক শুভ কামনা।
আসুন আমরা সবাই মিলে সেই বীর মহান সাহসী আত্মত্যাগী জওয়ানদের স্মরণ করি। 
যারা মহান জাতির রক্ষার জন্য শহীদ হয়েছেন। — Kargil Vijay Diwas 2022

মনের মধ্যে স্বাধীনতা, কথায় বিশ্বাস।
শহীদ বীর যোদ্ধার আত্মার স্মৃতি। 
এগুলি আমাদের হৃদয়ের গর্ব। — কার্গিল বিজয় দিবস ২০২২

আসুন আমরা সবাই মিলে সেই সাহসী শহীদদের সালাম জানাই। যারা দিন রাত আমাদের সকলকে রক্ষা করেন। — Vijay Diwas quotes

এই একটা বিশেষ দিন – 
কার্গিল বিজয় দিবস (26 july kargil vijay diwas)
ভারতীয় সেনাবাহিনীর দুর্দান্ত অভিনব প্রচেষ্টায়
 বীর যোদ্ধাদের আত্মবলিদান ও ত্যাগের কথা স্মরণ করি। -vijay diwas quotes বাংলা 

পাকিস্তানের বিরুদ্ধে ১৯৯৯ সালে আমাদের জওয়ানরা –
যে ত্যাগ স্বীকার করে ছিলেন। 
তাদেরকে আমরা সবাই মিলে স্মরণ করি ও তাদের আত্মার শান্তির কামনা করি। 

২৬ জুলাই বিজয় দিবস নিয়ে কিছু কথা যা আমাদের মনে প্রশ্ন জাগে kargil vijay diwas নিয়ে –

Q. ভারতের বিজয় দিবস কবে ?
Ans – বিজয় দিবস ভারতে প্রতি ২৬ জুলাই স্মরণ করা হয়। 

Q. কার্গিল বিজয় দিবস কত তারিখে ?
Ans – ২৬ জুলাই দিনটাকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়। 

Q. কার্গিল যুদ্ধ কত তারিখে শুরু হয়ে ছিল এবং কত তারিখে শেষ হয়েছিল ?
Ans – কার্গিল যুদ্ধ শুরু হয়ে ছিল 3 মে তারিখে এবং শেষ হয়েছিল ২৬ জুলাই তারিখে। 

Q. কার্গিল যুদ্ধ কত দিন চলে ছিল ?
Ans – কার্গিল যুদ্ধ চলে ছিল ২ মাস ৩ সপ্তাহ ২ দিন। 

Q. কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনা – যুদ্ধের নাম কি ছিল ?
Ans – যুদ্ধের নাম  দিয়ে ছিল অপারেশন বিজয়। 

Q. কার্গিল যুদ্ধের সময় ভারতীয় বায়ুসেনা – যুদ্ধের নাম কি ছিল ?
Ans – ভারতীয় বায়ুসেনা যুদ্ধের নাম  দিয়ে ছিল – অপারেশন সফেদ সাগর।

Q. ভারত পাকিস্তানের মধ্যে মোট কতবার যুদ্ধ হয় 
Ans – ভারত পাকিস্তানের মধ্যে মোট ৪ বার যুদ্ধ হয়। 

ভালো লাগলে অবশ্যই  BARMAN360  সাথে থাকুন। মোটিভেশনাল উক্তি, বিখ্যাত মনীষীদের বাণী উক্তি, বাংলা কুইজ, শুভেচ্ছা বার্তা, চাণক্য নীতি পড়তে আমার বাংলা খবর (AAMAR BANGLA KHABOR) এর সাথে থাকুন 🙏

আপনার ভালোলাগা প্রিয়জনের শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top