Milestone colour code in india | মাইল স্টোনের কোন রঙের কী মানে ?

Milestone colour code in india | মাইল স্টোনের কোন রঙের কী মানে ? লং ড্রাইভ বা যদি কোথাও ঘুরতে যাওয়ার সময় রাস্তার পাশে বিভিন্ন রঙের মাইলস্টোন দেখেছেন নিশ্চয়ই ! পথ চলাতেই আনন্দ ! কিন্তু মাইলস্টোনের রং আলাদা কেন ? 
কখনো কি ভেবেছেন এই বিভিন্ন রঙের মাইল স্টোনের রঙের মানে কী ! 
নিশ্চয় দেখেছেন মাইলস্টোন গুলি বিভিন্ন রঙের মাধ্যমে বিভিন্ন বার্তা বহন করে। 

রাস্তায় রঙিন মাইলফলক মানে কি ? Milestone colour code in india

কোথাও সাদা হলুদ, কোথাও কালো তো কোথাও আবার সাদা সবুজ রঙের মাইলস্টোন দেখা যায়।
 মাইলস্টোনের এই রং কিন্তু বেশ অর্থবহ। 
এই রঙের মধ্যেই লুকিয়ে আছে কিছু জরুরি তথ্য। এই মাইলস্টোন একেক জায়গায় একেক রঙের হয় !

এই মাইলস্টোন একেক জায়গায় একেক রঙের হয় ! আসুন জেনে নেওয়া যাক রাস্তায় বিভিন্ন রঙের মাইলস্টোন থাকে কেন, প্রতিটি রঙের অর্থ কী ?

সাদা সবুজ রঙের মাইলস্টোন – 

কোথাও কোনো রাস্তার ধারে যদি কোথাও সবুজ রঙের মাইলস্টোন দেখেন, তা হলে তার অর্থ হল আপনি কোনও রাজ্য সড়কে রয়েছেন। 
এই সড়কগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য সরকারের। 

সাদা কালো রঙের মাইলস্টোন – যদি কোথাও কালো রঙের মাইলস্টোন দেখেন, তা হলে বুঝতে হবে।  আপনি কোনও বড় শহর বা জেলার বড় রাস্তায় রয়েছেন।

কমলা রঙের মাইলস্টোন – 

Milestone colour code in india, মাইল স্টোনের কোন রঙের কী মানে ? রাস্তায় রঙিন মাইলফলক মানে কি, রঙিন মাইলফলক
রাস্তায় রঙিন মাইলফলক মানে কি ?

কোথাও রাস্তার ধারে যদি কমলা রঙের মাইলস্টোন দেখেন, তা হলে বুঝতে হবে আপনি কোনও গ্রামীণ সড়কে রয়েছেন। 
যা আমরা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় এই রঙের মাইলস্টোন দেখা যায়। 
সাধারণত পঞ্চায়েত বা গ্রামীণ এলাকায় এগুলিকে দেখতে পাওয়া যায়। তা হলে বুঝতে হবে আপনি কোনও গ্রামীণ সড়কে রয়েছেন।

Indian highways milestone

শুধু প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় (PMGSY) নয়, Jawahar Rozgar Yojna-র আওতায় গড়ে ওঠা রাস্তায় সাদার উপর কমলা রং করা মাইলস্টোন দেখা যায়।

সাদা হলুদ রঙের মাইলস্টোন – কোথাও রাস্তার ধারে যদি হলুদ রঙের মাইলস্টোন দেখেন, তা হলে বুঝতে হবে আপনি কোনও জাতীয় সড়কে রয়েছেন। এই সড়কগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। 

দেশের একাধিক জাতীয় সড়ক রাজ্য ও শহরের রাস্তা গিয়ে মিশেছে এই জাতীয় সড়কে। 
২০২১ সালের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ১,৫১,০১৯ কিলোমিটার পথ জাতীয় সড়ক রয়েছে। 
বর্তমানে প্রতিদিন এই জাতীয় সড়কের কাজ চলছে। এটা সময়ের সাথে সাথে বেশি  হবে। 

কোথাও ঘুরতে গিয়ে এরকম  (milestone colour code) মাইল স্টোন দেখলে সহজেই বুঝতে পারবেন। 
 আপনি কোন রাস্তায় আছেন বা কোন দিকে যাচ্ছেন। 
এটা যেকোনো কোনও রঙের মাইলস্টোন দেখে সহজেই বুঝে নিতে পারবেন আপনি কোথায় আছেন। – Milestone colour code in Bengali

Read More – Bangla Quiz

আরও পড়ুন শিক্ষামূলক উপদেশ

Read More – Best Niti vakya in Hindi | अच्छे-अच्छे नीति वाक्य हिंदी में

আপনার ভালোলাগা প্রিয়জনের শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top