কত বছরে কোন জয়ন্তী

কত বছরে কোন জয়ন্তী – এই বিষয়ে অবশ্যই জানবো। তার আগে জানা দরকার, জয়ন্তী মানে কি বা জয়ন্তী কাকে বলে – কত বছর পূর্তিতে কি কি জয়ন্তী হয়।

প্রথমে জানবো জয়ন্তী কাকে বলে – জয়ন্তী শব্দের অর্থ বিশেষ উৎসব বিশেষ অনুষ্ঠান যেমন – রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী। এছাড়াও ২৫ বছর পূর্তি  উপলক্ষ্যে – রজত জয়ন্তী  (Silver Jubilee), কোন কিছুর ৫০ বছর পূর্তিকে উপলক্ষ্য করে। যে অনুষ্ঠান করা হয় তাকে সুবর্ণ জয়ন্তী (Golden Jubilee) বলা হয়

একই ভাবে ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে –  হীরক জয়ন্তী (Diamond Jubilee), ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে – প্লাটিনাম জয়ন্তী কোনো বিশেষ বৎসর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত বিশেষ উৎসবকে জয়ন্তী বলে। 

নিচে বিস্তারিত ভাবে দেওয়া হয়েছে। মনোযোগ সহকারে পড়ুন – ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন।

কত বছরে কোন জয়ন্তী,
জয়ন্তী কত প্রকার –
কত বছরে কি জয়ন্তী হয়,
কত বছর পূর্তিতে কি কি জয়ন্তী হয়। 
নীলা জয়ন্তী কি ?
কত বছরকে কি বলে ?

👉 কত বছর পূর্তিতে কী জয়ন্তী হয় ?

কত বছরে কি জয়ন্তী,কত বছরে কোন জয়ন্তী, কত বছরে কি জয়ন্তী হয়,কত বছর পূর্তিতে কি কি জয়ন্তী হয়। নীলা জয়ন্তী কি ? কত বছরকে কি বলে ? সময়ের এককের নাম কি কত সময়কে কি বলে অভিহিত করা হয়। সময়ের একক গুলো কি কি
কত বছরে কি জয়ন্তী

১ মাস পূর্তি – মাসিক
৩ মাস পূর্তি – ত্রৈমাসিক
৬ মাস পূর্তি – ষান্মাসিক

১ বছর পূর্তিকে কি বলে ?  👉 বার্ষিক,বাৎসরিক বলে। 
১০ বছর পূর্তিকে কি বলে ? 👉  এক দশক বলে। 

কত বছরকে কি বলে ?  কত বছরে কি জয়ন্তী

২৫ বছর পূর্তি উৎসবকে  👉  রজত জয়ন্তী (Silver Jubilee) বলে। 
৪০ বছর পূর্তিকে কি বলে 👉 – রুবি জয়ন্তী  (Rubi Jubilee)
৫০ বছর 
পূর্তিকে কি বলা হয় – 👉 স্বর্ণ জয়ন্তী (Golden Jubilee)

৬০ বছর পূর্তি উপলক্ষ্যে – 👉 হীরক জয়ন্তী (Diamond Jubilee)
৬৫ বছর পূর্তি অনুষ্ঠানকে বলা হয় – 👉 নীলা জয়ন্তী (Blue Jubilee)
৭৫ বছর পূর্তি কে কি বলে – 👉 প্লাটিনাম জয়ন্তী (Platinum Jubilee)

১০০ বছর পূর্তিকে কি বলে – শত বার্ষিকী (Centenary jubilee)
১৫০ বছরকে কি বলে ? – সার্ধশত বার্ষিকী (Sesquicentennial)
২০০  বছরে কোন জয়ন্তী – দ্বিশত বার্ষিকী (Bicentenary/ bicentennial)

৩০০ বছর পূর্তিতে কী জয়ন্তী হয়  –  ত্ৰিশত বার্ষিকী
১০০০ বছর
 পূর্তিতে হয় – সাহস্রাব্দ

সময়ের একক সমূহ বা সময়ের একক কি কি

এই আর্টিকেল অতিরিক্ত – কত সময়কে কি বলে অভিহিত করা হয়। সময়ের একক গুলো কি কি ? সেই কত সময়কে কি বলে উদাহরণ –

সময়ের এককের নাম কি ?

১ পলক = ২৪ সেকেন্ড
👉 ১ ক্ষণ = ৪ মিনিট
১ নিমেষ = ১৬ মিনিট (৪ ক্ষণ)

১ দন্ড সময় মানে = ২৪ মিনিট (৬ ক্ষণ)
👉 ১ মুহুর্ত সময় কত ক্ষণ = ৪৮ মিনিট (২ দন্ড)
১ প্রহর সময় মানে = ৩ ঘণ্টা সময় 

কত বছরে কি জয়ন্তী,কত বছরে কোন জয়ন্তী, কত বছরে কি জয়ন্তী হয়,কত বছর পূর্তিতে কি কি জয়ন্তী হয়। নীলা জয়ন্তী কি ? কত বছরকে কি বলে ? সময়ের এককের নাম কি কত সময়কে কি বলে অভিহিত করা হয়। সময়ের একক গুলো কি কি
সময়ের একক গুলো কি কি

১ দিন মানে  = ৮ প্রহর (২৪ ঘণ্টা) সময় হয়। 
👉 ১ সপ্তাহ মানে  = ৭ দিন সবাই জানি। 
১ পক্ষ মানে = ১৫ দিন

১ মাস মানে = ২ পক্ষ (৩০ দিন)
👉 ১ বছর মানে = ১২ মাস
১ যুগ মানে  = ১২ বছর

১ প্রজন্ম = ২৫ বছর
👉 ১ শতাব্দী = ১০০ বছরে হয়। 

আপনার ভালোলাগা প্রিয়জনের শেয়ার করুন

1 thought on “কত বছরে কোন জয়ন্তী”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top