জানা অজানা তথ্য কথাটি কি ? আমরা এটাও জানি যে কিছু অজানা জিনিস আছে; অর্থাৎ আমরা জানি যে কিছু জিনিস আছে যা আমরা জানি না। কিন্তু এমন কিছু অজানা জিনিসও আছে – যেগুলো আমরা জানি না, সেগুলো আমরা জানি না।
শিক্ষামূলক জানা অজানা তথ্য – বলতে এমন তথ্য বোঝায়, যা সাধারণত সবার কাছে পরিচিত নয় বা কম জানা। এই ধরনের তথ্য বিভিন্ন বিষয়ে হতে পারে, যেমন বিজ্ঞান, প্রকৃতি, ইতিহাস, সংস্কৃতি ইত্যাদি।
নিচে কিছু উদাহরণ দেওয়া হলো :-
প্রকৃতি –
১. তেলাপোকা মাথা ছাড়া ১০ দিন বাঁচতে পারে।
২. বাঁশগাছ দিনে ১৬ ইঞ্চি লম্বা হয়।
বিজ্ঞান :-
মানুষের দাঁত হাঙরের দাঁতের মতো শক্ত। একজন মানুষের শরীরে যে পরিমাণ কার্বন থাকে, তা দিয়ে ৯ হাজার পেন্সিল বানানো যাবে।
ইতিহাস :-
রানি ভিক্টোরিয়া বছরে তিনবার গোসল করতেন।
অন্যান্য :-
চড়ুই পাখি তার ছানাকে দিনে ৩০০ বার খাওয়ায়
মানুষ সম্পর্কে অজানা তথ্য | অজানা তথ্য ও রহস্য
মানুষ সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য নিচে আলোচনা করা হলো :-
অসংখ্য কোষ :-
একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় ১০০ ট্রিলিয়ন কোষ থাকে।
মস্তিষ্কের আকার :-
মানুষের মস্তিষ্ক শিম্পাঞ্জির তুলনায় প্রায় তিনগুণ বড়, এবং এর সেরিব্রাল কর্টেক্সও উন্নত।
সর্বভুক :-
মানুষ হলো সর্বভুক প্রাণী, তারা বিভিন্ন ধরনের উদ্ভিদ, পশু এবং মৎস্য খাদ্য গ্রহণ করতে পারে।
unique গন্ধ :-
সকলেরই একটি অনন্য গন্ধ থাকে, অভিন্ন যমজ সন্তান ছাড়া যাদের গন্ধ একই রকম।

মুখ থেকে পেটে খাবার :-
মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে সময় লাগে মাত্র ৭ সেকেন্ড।
দাড়ি দ্রুত বৃদ্ধি :-
দাড়ি হলো মানুষের শরীরে সবচেয়ে দ্রুত বর্ধনশীল লোম।
আঙুলের ছাপ :-
মানব ভ্রূণ তিন মাস বয়সে আঙুলের ছাপ অর্জন করে।
পাপড়ির আয়ু :-
চোখের পাপড়ির আয়ুকাল মাত্র ১৫০ দিন।
জানা অজানা কিছু তথ্য – Jana ojana tottho
- মস্তিষ্কের গঠন :-
- মস্তিষ্কের নিউরনের চেয়ে গ্লিয়ার পরিমাণ বেশি, যা নিউরনকে একত্রিত করে।
শ্বাস-প্রশ্বাস :-
একজন মানুষ প্রতিদিন প্রায় ২০০০০ বার শ্বাস নেয়।
- অন্ত্রের দ্বিতীয় মস্তিষ্ক:
- মানুষের অন্ত্রে দ্বিতীয় মস্তিষ্কের মতো একটি নেটওয়ার্ক রয়েছে, যা মস্তিষ্কের মতো কাজ করে।
দৃষ্টি :-
মানুষের চোখ ১ কোটি পর্যন্ত নানা রং দেখতে পারে।
- মস্তিষ্কের ওজন :- মস্তিষ্কের ওজন প্রায় ৩ পাউন্ড।
জানা অজানা মজার তথ্য – পৃথিবী সম্পর্কিত কিছু আকর্ষণীয় এবং অজানা তথ্য নিচে দেওয়া হলো :-
- চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে :- প্রায় ৪ সেন্টিমিটার করে প্রতি বছর
- পৃথিবীর জানা অজানা তথ্য – নীল তিমি: এর জিহ্বার ওজন একটি হাতির ওজনের সমান হতে পারে।
- মানুষের চামড়ার ওজন :- একজন মানুষের শরীরের চামড়ার ওজন তার ওজনের প্রায় ১৫%
- কম্পিউটার পাসওয়ার্ড :- পৃথিবীর অনেক মানুষের কম্পিউটার পাসওয়ার্ড “১২৩৪৫৬”।
- শামুক :- এক মাইল দূরত্ব পাড়ি দিতে প্রায় ২২০ ঘণ্টা সময় লাগে।
বিজ্ঞানের জানা অজানা তথ্য –
মিল্কিওয়ে গ্যালাক্সি :- এতে যত নক্ষত্র আছে, পৃথিবীতে গাছের সংখ্যা তার চেয়েও বেশি।
- আমাজন :- এটি বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বন।
- বাঘের গর্জন :- ২ মাইল দূর থেকেও শোনা যায়।
- নেকড়েরা :- না খেয়ে এক সপ্তাহের বেশি বাঁচতে পারে।
- প্রজাপতি :- স্বাদ নেয় পা দিয়ে।
- হাতি :- বিশ্বের বৃহত্তম স্থলজ প্রাণী।
- মেরু ভালুক :- এরা সাদা নয়। (জানা অজানা তথ্য)
- বন্যপ্রাণী :- ৫০ বছরে বিশ্বব্যাপী বন্যপ্রাণীর সংখ্যা কমেছে ৬৯ শতাংশ।
- মশার রক্ত :- একজন মানুষের রক্ত শেষ করতে ১২ লাখ মশার প্রয়োজন।
- হাঁচি :- চোখ খোলা রেখে হাঁচি দেওয়া সম্ভব নয়।
বিশ্বের জানা অজানা তথ্য
- পেন্সিল :- একজন মানুষের শরীরে যে পরিমাণ কার্বন থাকে, তা দিয়ে ৯ হাজার পেন্সিল তৈরি করা যায়।
- আপেল :- আপেলের প্রায় ৮৪ ভাগই পানি। (জানা অজানা তথ্য pdf)
হাঙর: তারা গাছের চেয়েও আগে থেকে পৃথিবীতে ছিল।
ইউরোপের ইল মাছ :- বাচ্চা জন্মানোর জন্য আটলান্টিক মহাসাগর পেরিয়ে সরগাসো সাগরে যায়।
নাক ও কান :- আমাদের নাক ও কানের ভেতরেও কার্টিলেজ থাকে।
হাঙরের প্রজাতি :- বর্তমানে ৫০০ এর বেশি প্রজাতির হাঙর আছে।
সেলফিশ :- এটি পৃথিবীর দ্রুততম মাছ।
পিঁপড়া :- উঁচু থেকে পড়লেও বাঁচে।
তেলাপোকা :- মাথা ছাড়া ১০ দিন বাঁচে।
আইনস্টাইন :- তিনি মোজা পরতেন না।
বানর :- বানরের দুটি মস্তিষ্ক থাকে।
চড়ুই পাখি :- তারা ছানাকে দিনে ৩০০ বার খাবার দেয়। (জানা অজানা তথ্য)
রানি ভিক্টোরিয়া :- বছরে তিনবার গোসল করতেন।
অবাক পৃথিবীর অজানা তথ্য | অজানা তথ্য ও রহস্য
পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কোনটি ?
তন্মধ্যে প্রথমটি হলো অ্যামিবা। ৪০০ মিলিয়ন বছর পূর্বে ও অ্যামিবার উপস্থিতি ছিল। তেলাপোকার উৎপত্তি আজ থেকে ৩২০ মিলিয়ন বছর পূর্বে বাদুরের উৎপত্তি এবং ৪০ মিলিয়ন বছর পূর্বে বানরের উৎপত্তির কথা জানা যায়। অ্যামিবা এককোষী প্রাণী।